করোনার তোয়াক্কা না করেই ব্যাংকের সামনে উপচে পড়া ভিড়

The-crowd-overflowed-in-front-of-the-bank-without-caring-for-Corona

ঈশিতা সাহা : বর্তমানে আলিপুরদুয়ার জেলার একাধিক ব্যাংকগুলোতে আধার সংক্রান্ত কাজ করা চালু হয়েছে। নতুন আধার কার্ড, মোবাইল নম্বর লিঙ্ক , প্যান কার্ড লিঙ্ক ইত্যাদি যাবতীয় কাজও করা হয়। তবে তার কোনো বিধি নিষেধ নেই। ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দারিয়ে গেটের মুখে উপচে পড়ছে ভিড়।

রাজ্যে একদিনে কোভিডে আক্রান্ত সংখ্যা ৭০১ জন, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তরে

এদিন  মঙ্গলবার সকাল থেকেই আলিপুরদুয়ার জেলার বড়ো চৌপথি এলাকায় ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে লাইনে দাড়িয়ে স্থানীয় এলাকাবাসী। কারো আধার এর কাজ, কারো ব্যাংকের কাজ।

তবে দীর্ঘক্ষণের লাইনে দাঁড়িয়েও ব্যাংকের ভিতরে প্রবেশ করতে পারছেন না তাড়া। দুজন করে প্রবেশের অনুমতি মিললেও, মাঝপথ থেকে লাইন ভঙ্গ হয়ে আবার বিপাকে পড়তে হচ্ছে তাদের। কার্যত এই কারনেই, সেখানে উপস্থিত কিছু মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন।

জলমগ্ন হলদিয়া, বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ল হলদিয়া পৌরসভা

লাইনে উপস্থিত একজন মহিলা অভিযোগ করেন, ব্যাংক খোলে সকাল দশটায়। এদিকে আমরা সাড়ে নয়' টা থেকে লাইনে দাঁড়িয়ে। এখনো পর্যন্ত ব্যাংকের ভিতরেই ঢুকতে পারলাম না। অথচ লাইন ভঙ্গ করে বাইরের লোক কাজ করে চলে যাচ্ছে।

করোনা টীকা না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ এলাকাবাসীর

এদিকে সকলেই গুলিয়ে খেয়েছে করোনা মহামারীর কথা। লাইনে কোন দূরত্ব বিধি নেই। যুবক থেকে শুরু করে বৃদ্ধা, সকলেই গা ঘেঁষে দাঁড়িয়ে, কে কার আগে দাঁড়াতে পারে সেই চেষ্টায়। তবে ব্যাংক কর্তৃপক্ষের উচিত সকলের জন্য দিন নির্ধারণ করে দেওয়া। পাশাপাশি থার্মাল যন্ত্রের সাহায্যে দেহের তাপমাত্রার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। যদিও সেরকম কোনো ব্যবস্থাই ব্যাংকগুলিতে নেই।

The-crowd-overflowed-in-front-of-the-bank-without-caring-for-Corona

The-crowd-overflowed-in-front-of-the-bank-without-caring-for-Corona

The-crowd-overflowed-in-front-of-the-bank-without-caring-for-Corona


Post a Comment

Previous Post Next Post