অম্লিতা দাস : সম্পূর্ণ ফি মকুবে এখনও সায় দিচ্ছেনা কলেজগুলি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি চালিত স্নাতকোত্তর, বি-টেক, হোম সায়েন্স, আইনের ফি মকুব করা হয়েছে। তবে কলেজগুলিকে ফি মকুব করার দাবি জানিয়েছেন ছাত্র সংগঠন।
অধ্যক্ষ মহলের মতামত ফি নিয়ে ছোটখাটো পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে সম্পূর্ণ ফি মকুব সম্ভব নয়। একাধিক আবেদনের পরেও কলেজ অধ্যক্ষরা জানায় তাঁদের এখানে কিছু করণীয় নেই। তাঁদের পক্ষে পুরো ফি মকুব করা অসম্ভব। বঙ্কিম সর্দার কলেজে গ্রন্থাগার, এনএসএস, এনসিসি ও কালচারাল ফিগুলি নেওয়া হবেনা।
উক্ত কলেজের অধ্যক্ষ তিলক চট্টোপাধ্যায় জানান, এর থেকে বেশি ফি মকুব করা সম্ভব নয়। আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, তাদের বিদ্যালয়ে তিনশো পড়ুয়া ফি দিতে পারছেনা বলে জানান। তাদের ফি মকুব করা হয়। তিনি জানান, কলেজের স্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন সরকার দিলেও বাকি খরচ সামলাতে হয় কলেজকে। তাই এত শিক্ষাকর্মীর বেতন ও অন্যান্য খরচের সময় সম্পূর্ণ ফি মকুব অসম্ভব। সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ জানান, অনলাইন ক্লাসের জন্য ল্যাবের ফি নেওয়া হচ্ছেনা ঠিকই তবে একটা শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক খরচ আছে। সেই জায়গার রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে। উক্ত বিষয় মনীন্দ্রচন্দ্র , নিউ আলিপুর কলেজের অধ্যক্ষদেরও একই মতামত।