বন্যার জলে ভেসে গেল বর-কনের গাড়ি

 The-bride-and-grooms-car-was-Swept-away-in-the-floodwaters


রিয়া গিরি: টানা কয়েকদিনের বৃষ্টিপাতে ভেসে গেলো বর সহ পরিবারের ২ জন সদস্যরা। রীতি মেনে  বিয়ে হওয়ার পরেই সদ্য বিবাহিত দম্পতি বাড়ি ফেরার পথে বন্যার জলে ভেসে যায়। ঘটনাটি ঘটেছে মমিনপেট নামে এক জায়গায়। চোখের সামনেই ঘটনাটির সাক্ষী বর-কনে পরিবারের সদস্যরা। 


গত ২৬ আগস্ট বিয়ের পর গত রবিবার সদ্য বিবাহিত দম্পতি সহ দুইজন পরিবারের লোক মেমিনপেট নামে একটি জায়গার  যাওয়ার সময়  দুর্ঘটনাটি ঘটে। টানা কয়েক দিনের বৃষ্টিতে নদী-নালা ছাপিয়ে জল বইছে। আর সেই জলের স্রোতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে রাস্তা হারিয়ে ফেলে গাড়ির চালক।কোনমতেই রাস্তার এক প্রান্তে গাড়ি কে থামাতে পারলেও বন্যার জলের তোড়ে ভেসে যায় বর ও কনের গাড়িটি।

     সূত্রের খবর, গাড়িচালক আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন জলের তোড়ে গাড়ির কিছু ক্ষতি হবে না তাই চালকের কথায় কেউ আর না করেনি। কিন্তু গাড়ি জলের উপর দিয়ে যেতেই   তাল সামলাতে না পেরে জলের তোড়ে কাগজের নৌকার মতো ভেসে গেল বর-কনের গাড়ি।কনো মতে ভাসতে থাকা গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে বর নওয়াজ রেড্ডি ও তার বোন রাধাম্মা। জলের মধ্যে কোন ক্রমে প্রাণপণে বেঁচে যান তারা।

Post a Comment

Previous Post Next Post