জাতীয় পর্যায়ে একাধিক পদক পাওয়া বক্সার এখন অর্থাভাবে পার্কিং-এ টিকিট বিক্রেতা

 

The-boxer-who-has-won-multiple-medals-at-the-national-level-is-now-financially-a- ticket-seller-in-the-parking-lot

সার্বভৌম সমাচার, চণ্ডীগড় : টোকিও অলিম্পিকে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে গোটা জাতি খুশি। পদক বিজয়ীদের উপর পুরস্কারের বৃষ্টি হচ্ছে। কিন্তু বাস্তবতা কিছুটা হলেন যেন ভিন্ন। 

বনগাঁয় পোস্টমাস্টার সহ পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ 

সম্প্রতি চণ্ডীগড়ে সংবাদ সংস্থা ANI এর ক্যামেরায় ধরা পড়ল এমনই এক দৃশ্য। সেখানকার পার্কিংয়ের টিকিট বিক্রি করছে করছে এক মেয়ে। এরপর সংবাদ সংস্থা জানতে পারে তিনি অন্য কেউ নন, চণ্ডীগড়ের তরুণ বক্সার রিতু।

এদিন সংবাদ সংস্থাকে রিতু জানিয়েছে, অসুস্থ বাবাকে সাহায্য করার জন্য রিতু বক্সিং ছেড়ে দিলেন। এখন চণ্ডীগড়ের এক পার্কিং-এ টিকিট বিক্রি করেই তার সংসার চলে।

 

 রিতু কথায়, জাতীয় পর্যায়ে অনেক ম্যাচ খেলে মেডেল জিতেছে সে; কিন্তু কোন ইনস্টিটিউট থেকে কোন সহযোগিতা বা উৎসাহ না পেয়ে খেলা ছাড়তে বাধ্য হয়েছিল সে।

রেজাল্ট না পেয়ে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ছাত্ররা, স্কুলের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা ভাবছে অভিভাবকেরা 

রিতু বলে, "জাতীয় পর্যায়ে অনেক ম্যাচ খেলেছি এবং পদকও জিতেছি। কিন্তু পরিবার সমর্থন করলেও কোন প্রতিষ্ঠান থেকে কোন সহায়তা বা বৃত্তি পায়নি"। এরপর তার বাবা অসুস্থ হয়ে পড়ায়, তাকে বাধ্য হয়ে খেলাধুলা ছেড়ে দিতে হয়। তবে আজও আশা রাখেন, সরকার তাকে সাহায্য করবে।

 

The-boxer-who-has-won-multiple-medals-at-the-national-level-is-now-financially-a- ticket-seller-in-the-parking-lot

The-boxer-who-has-won-multiple-medals-at-the-national-level-is-now-financially-a- ticket-seller-in-the-parking-lot

The-boxer-who-has-won-multiple-medals-at-the-national-level-is-now-financially-a- ticket-seller-in-the-parking-lot

The-boxer-who-has-won-multiple-medals-at-the-national-level-is-now-financially-a- ticket-seller-in-the-parking-lot

The-boxer-who-has-won-multiple-medals-at-the-national-level-is-now-financially-a- ticket-seller-in-the-parking-lot

Post a Comment

Previous Post Next Post