পিজিতে অপারেশনে বাদ গেল শিশুর লেজ

The-babys-tail-was-left-out-of-the-operation-at-PG

রিয়া গিরি : পিজি হাসপাতালে পেডিয়াট্রিক সার্জনরা মঙ্গলবার অস্ত্রোপচার করে এক শিশুর লেজ বাদ দিলেন। দীর্ঘদিন ধরে শিশুর লেজ তার বয়স বাড়ার সাথে সাথে বেড়ে চলেছিল তা দেখে অনেক দুশ্চিন্তায় পড়েছিলেন পরিবারের সদস্যরা। শেষমেষ পিজি হাসপাতালে  মঙ্গলবার অস্ত্রোপচার করে  লেজটি  বাদ দিতে স্বস্তির শ্বাস ফেলে পরিবার।

ভক্তের চাহিদায় আজ থেকে খুলল বেলুড় মঠের দরজা

সূত্রের খবর, জিসান আলি খান নামে বীরভূমের এক ব্যক্তির ছেলে ফারহানের জন্মের পর থেকেই লেজের মত একটি মাংসপেশি থাকায় দুশ্চিন্তায় ভুগতে থাকেন তারা। বয়স বাড়ার সাথে সাথে শরীরের অন্য অঙ্গ গুলীর মতোই   বাড়তে থাকে লেজটি। চিকিৎসকরা জানান মানুষের প্রাণীদের মতো লেজ সাধারণত দেখা যায় না।

এক্ষেত্রে লেজ দুধরণের হয় একটি ট্রু টেল এবং অপরটি সিউডো টেল। বানর জাতীয় মনুষ্যত্ব প্রাণীর ক্ষেত্রে স্বাভাবিকভাবে সিউডো টেল দেখা যায়। ট্রু টেল দেখা যায় খুব কম ক্ষেত্রেই। শিশুটির লেজের মতো অংশে স্পাইনাল কর্ডের কোনো অংশ না থাকলে কিছুটা স্বস্তিতে থাকেন সার্জেন্টরা।

কাবুলে আটকে পড়েছেন উত্তরবঙ্গের ২০০-এর বেশি বাসিন্দা!

অনেক হাসপাতাল ঘোরাঘুরির পর পিজিতে এসে এই অসুবিধার সুরহা মেলে।জুলাই মাসের শেষদিকে দু'বছর দু'মাসের বাচ্চাটিকে নিয়ে পিজিতে আনেন বাড়ির লোক।পেডিয়াট্রিক সার্জারি ইনডোরে ভর্তি করে অস্ত্রোপচারের আগে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।সোমবার ৪০ মিনিটের অস্ত্রোপাচারে বাদ দেওয়া হয় লেজটি। শিশুটি এখন সুস্থ রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

দীর্ঘ ৫ বছর ধরে ট্রেন চালাচ্ছেন দুই ভুয়ো চালক

ডক্টর বর্মন বলেন, পায়ুদ্বারের ঠিক ওপরে ছিল  ট্রু টেলটি।তাই অস্ত্র পাচারের সময় ওই অংশের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়েছে।বাচ্চাটির স্বাভাবিক স্ট্রুল হচ্ছে কিনা সেটা এখন দেখাই আমাদের উদ্দেশ্য। আশা করছি ঠিক থাকবে। আমরা দুদিন পর্যবেক্ষণে রেখে ছুটি করে নেবো।

The-babys-tail-was-left-out-of-the-operation-at-PG

The-babys-tail-was-left-out-of-the-operation-at-PG

The-babys-tail-was-left-out-of-the-operation-at-PG

The-babys-tail-was-left-out-of-the-operation-at-PG

The-babys-tail-was-left-out-of-the-operation-at-PG

The-babys-tail-was-left-out-of-the-operation-at-PG


Post a Comment

Previous Post Next Post