ধৃত রাজস্থানের মহিলা ডন অনুরাধা

The-arrested-woman-is-Don-Anuradha-from-Rajasthan


রিয়া গিরি : দিল্লি পুলিশের স্পেশাল  সেল গ্রেফতার করল রাজস্থানের 'মহিলা ডন' অনুরাধাকে। মহিলার বিরুদ্ধে অপহরণের অভিযোগ রয়েছে।তাকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিল রাজস্থান পুলিশ।শুক্রবার উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে ওয়ান্টেড গ্যাংস্টার কালা যথেডিকে এদিকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। পরে শনিবার মহিলাকে গ্রেফতার করার পর স্বস্তিতে পুলিশ মহল।

সূত্রের খবর, রাজস্থানে অনুরাধার বিরুদ্ধে তোলা আদায়, অপহরণ এবং খুনের মতো অভিযোগ রয়েছে। কালা যথেডি অপরাধ মহলে মূল পান্ডা ছিল। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল সাত লক্ষ টাকা। পাঞ্জাব, রাজস্থান, দিল্লি এবং হরিয়ানায় তার অপরাধের ক্ষোভ ছড়িয়ে রয়েছে। দিল্লি পুলিশের ডিজিপি মনীষী চন্দ্রা বলেন, ২০১৭ সালে চুরু জেলার এনকাউন্টার খতম হয়েছিল গ্যাংস্টার আনন্দ পালসি তখন তার সহকারী ছিল অনুরাধা। মহিলা ডন নামে পরিচিত অনুরাধা দীর্ঘদিন ধরে অপরাধ মহলে তার ক্ষোভ বজায় রেখেছিল। কিন্তু শনিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। শুধুমাত্র রাজস্থান নয় পাশাপাশি রাজ্যগুলোতে ও তার তোলাবাজি চলত রমরমা ভাবে।

রাজস্থান বর্তমানে তোলাবাজি এবং দুষ্কৃতীদের আড্ডার স্থান হয়ে উঠেছে। তাই পুলিশ আধিকারিকদের সজাগ হতে বলেছেন প্রশাসন। যদিও পরপর দু'দিন দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করার পর কিছুটা স্বস্তিতে রয়েছে রাজস্থানবাসী। ভবিষ্যতে দুষ্কৃতীদের ক্ষোভ যাতে না বাড়ে তার দিকে নজর রেখেছে প্রশাসন।তাছাড়াও উঠতি বয়সের ছেলেমেয়েরা যাতে কোনো খারাপ সঙ্গে কিংবা খারাপ কাজের সাথে যুক্ত না হয় তার দিকে সজাগ হয়েছে পুলিশ আধিকারিকরা।



Post a Comment

Previous Post Next Post