রিয়া গিরি: প্রায় চার বছর ধরে এক মহিলা শিম্পাঞ্জির সঙ্গে সম্পর্কে থাকায় চিড়িয়াখানায় প্রবেশ নিষিদ্ধ করল চিড়িয়াখানার সদস্যরা। পৃথিবীতে পশুপ্রেমী মানুষ অনেককেই দেখা যায় কিন্তু পশুর সঙ্গে প্রেমে পড়ে যাওয়ার ঘটনা চমকে দেওয়ার মতো।
কালো ব্যাগের চেইন খুলতেই শিউরে উঠলো শরীর! বুঝলেন মৃত্যুকে সাথে নিয়েই যাত্রা করছিলেন
ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে। বেলজিয়াম চিড়িয়াখানায় এক মহিলার প্রবেশ নিষিদ্ধ করলো সেখানকার অ্যান্ডটুয়ার্ড চিড়িয়াখানা। মহিলা নিজেই স্বীকার করেন যে তিনি চিড়িয়াখানায় থাকা এক শিম্পাঞ্জির প্রেমে পড়েছেন। সূত্রের খবর,চিড়িয়াখানার কর্তৃপক্ষরা লক্ষ্য করে দীর্ঘদিন ধরে ওই মহিলাকে নির্দিষ্ট শিম্পাঞ্জি; যার নাম চিতা তার সাথে অনেক সময় কাটাচ্ছেন।প্রশ্নের উত্তরে মহিলাটি জানান তিনি ওই শিম্পাঞ্জির প্রেমে পড়েছেন আর প্রতি সপ্তাহে তিনি তার সাথে দেখা করতে আসেন।
একটি পাতার এত উপকারিতা! শুনলেই চমকে যাবেন
ঠিক ৪ বছর ধরে সম্পর্কে রয়েছেন ওই শিম্পাঞ্জির সাথে। মহিলাটির নাম অ্যাডি। তিনি কাচের দেয়ালের অপর পাশ থেকে চিতার সাথে বার্তালাপ করেন। প্রত্যক্ষদর্শীরা দেখেছেন অ্যাডি চুম্বন ছুড়ে দেওয়ার সময় চিতা তার উত্তরে আর একটি চুম্বন ছুঁড়ে দিত।এরপরই এই বিশেষ বন্ধুত্ব রুখতে সচেষ্ট হয় চিড়িয়াখানা।
বিরাটের আগ্রাসন ভয় ধরায় বিপক্ষের মনে!
অ্যাডি বলেন, আমি শুধু বলেছি 'আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। আমি তাকে ভালোবাসি আর সেও আমাকে ভালবাসে। আমিতো এর থেকে বেশি কিছুই চাইনি তবে তারা কেন এই টুকু কেড়ে নিতে চায়।'সূত্রের খবর, চিড়িয়াখানা কর্তৃপক্ষরা মনে করেছেন চিতার সঙ্গে ঘনিষ্ঠতা ক্ষতি করছে অন্যান্য শিম্পাঞ্জিদের সম্পর্ক এবং বন্ধুত্বকে। যদিও এই ঘটনায় সম্পূর্ণ মন ভেঙে গিয়েছে অ্যাডির।