ওয়েবডেস্ক : পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফের এক উদ্ধৃতি উল্লেখ করে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত মাহমুদ সাইকাল বলেছেন, ভারতের মোকাবেলা করতেই তালেবানদের জন্ম দিয়েছিল পাকিস্তান। এছাড়াও পাকিস্তানের আইএসআই এবং আফগান বিদ্রোহীদের মধ্যে সম্পর্ক নিয়ে একটি সংবাদ শিরোনামে উল্লেখ করেছিল বলেও জানান মাহমুদ।
Almost all foreign members of ISIL-K and Al-Qaida have entered Afghanistan via Pakistan. Their leaders & that of the Taliban have been living (some dying/killed) in Pakistan. UN report https://t.co/DyLEt661Lv establishes the symbiotic ties between ISIL-K, Taliban & Al-Qaida. 1/7
— Mahmoud Saikal (@MahmoudSaikal) August 28, 2021
বিয়ের মঞ্চেই ডনবৈঠক দিয়ে সংবাদ শিরোনামে নব দম্পতি
প্রাক্তণ ওই আফগান রাষ্ট্রদূত অন্য এক টুইট বার্তায় বলেন, "শুধুমাত্র পাকিস্তানের সাথে চাপ/অনুমোদন এবং শর্ত-ভিত্তিক সম্পর্কের নীতিই আফগানিস্তানে প্রকৃত ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারে।"
পিএসজি-র হয়ে অবশেষে অভিষেক মেসির
অন্যদিকে জাতিসংঘের বিশ্লেষণাত্মক সমর্থন ও নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলের সর্বশেষ ১২ তম প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদার নেতৃত্বের একটি উল্লেখযোগ্য অংশ ভারতীয় উপমহাদেশের পাশাপাশি আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্ত অঞ্চলে বসবাস করে।
সাকিবের সর্বকালের সেরা ওয়ানডে একাদশের অধিনায়ক ধোনি
ওই রিপোর্রিটে আরও বলা হয়েছে, এই গ্রুপের নেতা আইমান মুহাম্মদ রবি আল-জাওয়াহিরি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলে কোথাও আছে। তবে অসুস্থতার কারণে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) কান্দাহার, হেলমান্দ (বিশেষত বড়মাচা) এবং নিমরুজ প্রদেশ থেকে তালেবানদের ছত্রচ্ছায়ায় কাজ করে।
According to the report the ISIL-K core group consists mainly of Afg & Pakistani nationals and a significant part of the leadership of Al-Qaida resides in the Pakistan & Afg border region. 2/7
কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এর সম্বর্ধনা ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
এই গোষ্ঠীটি মূলত আফগান এবং পাকিস্তানি নাগরিক, কিন্তু বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের লোকজনও রয়েছে বলে জানা গেছে। এর বর্তমান নেতা হলেন ওসামা মাহমুদ, যিনি প্রয়াত অসীম উমরের স্থলাভিষিক্ত হয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, এই গোষ্ঠীটি বিদ্রোহের জন্য এমন একটি অপরিহার্য অংশ যে তালেবান মিত্রদের থেকে আলাদা করা কঠিন নয়, অসম্ভব।