আফগানিস্তানের নাম বদলে দিচ্ছে তালিবানরা

The-Taliban-are-changing-the-name-of-Afghanistan

রিয়া গিরি : ১৪ ই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করার পরই ৪ ই মে থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত ২৬ টি প্রদেশে দখল করে নেয় তালিবানরা। বর্তমানে তালিবানরা পুরোপুরি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে।

ইতিমধ্যেই আফগান প্রেসিডেন্ট দেশ থেকে পালিয়ে আত্মসমর্পণ করেছে। ক্ষমতা হস্তান্তর হওয়ার পরই রাষ্ট্রপতি ভবনে আলোচনা চলছে তালিবানদের মধ্যে। তালিবানরা আফগান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলে, নতুন অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে আলী আহমেদ জালালী কে নিয়োগ করা হবে এবং তালিবান দেশটির নাম পরিবর্তন করে 'ইসলামিক আমিরাতঅফ আফগানিস্তান' করতে যাচ্ছে।

ভারতকে সঙ্গীদল করতে চায় তালিবান

আফগানিস্তানের অভ্যন্তরীণ পররাষ্ট্র মন্ত্রকেরা  আশ্বাস দেয় কাবুলের মানুষ নিরাপদ থাকবে। এর আগে তালিবানরা কাবুলের বাসিন্দাদের আশ্বস্ত করেছিল কারণ তারা আফগান রাজধানীতে সাময়িকভাবে প্রবেশ করতে চায়না। কাবুলে তাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ।

ইতিমধ্যেই রাষ্ট্রপতির প্রশাসনিক কার্যালয়ের প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আবদুল হামিদের সঙ্গে আশরাফ গনি আফগানিস্তান থেকে তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কিছু বিধায়ক ইসলামাবাদে পালিয়ে গেছেন। বর্তমানে আফগানিস্থানের দেশবাসীরা অঝোরে কাঁদছেন।

যেখানে যুদ্ধ লড়তে অনিচ্ছুক আফগান সেনারা, সেখানে মার্কিন সেনারা প্রাণ দেবেনা, বার্তা জো বাইডেনের

তালিবান সন্ত্রাসীদের নিসংসতায় ক্ষুব্দ আফগান জনগণ রাস্তায় নেমে এসেছে। বিদেশী  সরকার আফগানিস্থানে আটকে থাকা দেশীয় নাগরিকদেরকে আনার চেষ্টা শুরু করে দিয়েছে। এয়ার ইন্ডিয়া ফ্লাইট কাবুল থেকে ১২৯ জন যাত্রী নিয়ে দিল্লি পৌঁছেছে।আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনে তালিবানদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। সূত্রের খবর, তালিবানদের নতুন অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে আলী আহম্মদ জালালীকে নিয়োগ করা হবে।

Post a Comment

Previous Post Next Post