কাগজ কুড়ানী বৃদ্ধার মুখে অনর্গল ইংরেজি শুনে বিস্মিত নেটিজেনরা! মুহূর্তে ভাইরাল ভিডিও...
সৌন্দর্য ও সারল্যে দর্শকের মনজয় করলেও হাতেগোনা কয়েকটি ছবি করতে পেরেছেন এই নায়িকা। কিন্তু মায়ের দিক থেকে জন্মসূত্র আফগানিস্থান হওয়ায় এবার ট্রলারদের মুখে পড়তে হলো ওয়ারিনাকে। সাম্প্রতি আফগানিস্তান জঙ্গী দখলের পর, সরাসরি 'জঙ্গী দেশের মেয়ে' বলে কটূক্তির শিকার হতে হয় তাকে।
১২ উর্ধ্বদের প্রথম টিকার অনুমোদন দিলো ভারত
সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মার বিপরীতে সিনেমায় প্রথমবারে মন জয় করেছিলেন ওয়ারিনা। শোনা যায় এই সিনেমার জন্য অসংখ্য মেয়েকে অডিশনে ডাকা হয়েছিলো। তাদের মধ্যে গুণ গ্ল্যামার থেকে বেছে নেওয়া হয়েছিলো ওয়ারিনাকে।
লক্ষীর ভান্ডার এর টাকা আসবে কোথা থেকে, চিন্তায় আধিকারিকরা
নেটিজেনদের মুখে পড়ে অভিনেত্রী জানান, বলিউড সিনেমাকে কতটা ভালোবাসে আফগানিস্তানবাসীরা। তবে এরকম মন্তব্য তাকে পীড়িত করলেও বিষয়টি গা মখেননি। পরবর্তীতে একটি দক্ষিণী ছবিতে তাকে দেখা যাবে বলে জানান।