সোমনাথ দাস :
ফের ভ্যাকসিন কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়লেন বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক
স্বপন মজুমদার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার পাল্লা দেবী রানী
বালিকা বিদ্যালয়ের টিকাকেন্দ্রে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
পাট চাষিদের মুখে হাসি ফোটাবে ‘আতমা প্রকল্প’
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,
এদিন গভীর রাত থেকেই ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে ছিল এলাকার সাধারণ মানুষ থেকে শুরু
করে ব্যবসায়ী, টোটো চালকরাও। কিন্তু সকাল হতেই লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে
টিকা না দিয়ে তৃণমূলের লোকদের টিকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন এলাকার সাধারন মানুষ।
ঘটনাস্থলে পৌঁছান বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং বনগাঁ পঞ্চায়েত
সমিতির তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর দাস।
এরপর দু'পক্ষের মধ্যে শুরু হয় তর্কাতর্কি, ধাক্কাধাক্কি। ক্রমেই টিকাকেন্দ্রে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাল্টা সঠিকভাবে টিকা দেওয়ার দাবিতে বিজেপির পক্ষ থেকেও সোচ্চার হয়। ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় টিকাকেন্দ্রে। ঘটনাস্থল থেকে বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার, সঠিকভাবে টিকা না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয়।
অন্যদিকে বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর দাস দাবি করেন, এখানে সঠিকভাবেই টিকা দেওয়া হচ্ছে। কিছু সাধারন মানুষ না জেনে লাইনে দাঁড়িয়ে ছিল। শুধুমাত্র বাজার কমিটি, টোটোচালক, অটোচালকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বিজেপির অভিযোগ পুরোপুরি মিথ্যা।
করোনা টীকা না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ এলাকাবাসীর
অন্যদিকে টিকা নিতে আসা তৃষ্ণা বিশ্বাস নামে স্থানীয় এক গৃহবধূর অভিযোগ, 'আমরা রাত আড়াইটে থেকে এখানে লাইনে দাড়িয়ে আছি, এখন বলা হচ্ছে, যাদের লিস্টে নাম আছে তাদের দেওয়া হবে। তখন আমরা ভ্যাকসিন পেতে গেলে কি কি করনীয় জিজ্ঞাসা করলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়'।