সার্বভৌম সমাচার : সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সর্বভারতীয় কনভেনশন শুরু হয়েছে দিল্লির সিঙ্ঘু সীমান্তে। বৃহস্পতিবার দেশের ২২ টি রাজ্য থেকে ৫০০ জনের বেশি কৃষক এবং খেতমজুর প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন।
ডিম আগে না মুরগি! অবশেষে গবেষণায় মিলল উত্তর
এদিন সর্বভারতীয় এই কৃষক কনভেনশনের উদ্বোধন করেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তিনটি পৃথক অধিবেশন হয় কনভেনশনের। প্রথমটি হয়, তিনটি কৃষক আইন নিয়ে। দ্বিতীয়টি, শিল্প ও শ্রমিকদের নিয়ে এবং তৃতীয়টি ছিল কৃষি শ্রমিক, গ্রামীণ গরীব এবং আদিবাসীদের নিয়ে।
পৃথিবীর প্রথম হাসপাতাল ট্রেনের সূচনা হল বাংলাতে
এদিনের কনভেনশনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন রাজ্যেএ একাধিক শ্রমিক নেতারা। উদ্যোক্তাদের দাবী, এতো গুলি সংগঠন মিলে একসাথে প্রায় নয় মাস ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার নজির ভারতে তেমন নেই। আগামী দিনে কৃষক আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ানো হবে বলে দাবী করেছেন কৃষক নেতারা। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে কৃষক আন্দোলন আরও জোরদার হলে বিজেপির চিন্তা বাড়বে বলছে রাজনৈতিক মহল।