সায়ন ঘোষ, বনগাঁ : বনগাঁয় করোনা বিধিকে মাথায় রেখে ও আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে দফায় দফায় উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস। এদিন বনগাঁ পৌরসভার আয়োজনে ত্রিকোণ পার্কের সামনে স্বাধীনতা দিবস উদযাপিত হয় সাড়ম্বরে।
একের পর এক নৃত্য মণ্ডলীর দ্বারা পরিচালিত হয় বিভিন্ন নৃত্যানুষ্ঠান। এছাড়াও গান, আবৃত্তি ও বিভিন্ন অনুষ্ঠানে সমৃদ্ধ হয়ে ওঠে আজকের স্বাধীনতা দিবস উদযাপণ।
সীমান্ত শহর বনগাঁ। বনগাঁ থেকে কিছু কিলোমিটার এগোলেই ভারত-বাংলাদেশে সীমান্ত, বনগাঁর পেট্রাপোল সীমান্ত। রবিবার সকালে স্বাধীনতা দিবস উদযাপিত হয় পেট্রাপোল-বেনাপোল সীমান্তে। বনগাঁ পেট্রাপোল সীমান্তের বিএসএফ আধিকারিকদের পক্ষ থেকে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এদিন।পতাকা উত্তোলনের পর জওয়ানদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টি। তারপর বিএসএফ জওয়ানদের প্রশিক্ষিত কুকুরদের নিয়ে একটি ডগ শো এর আয়োজনও করা হয় এদিন। স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান দেখতে সীমান্তে ভিড় জমিয়েছিল দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ।
এছাড়া এদিন বনগাঁ খেদাপাড়া বিভূতিভূষণ বি.এড. কলেজের পরিচালনায় উদযাপিত হয় স্বাধীনতা দিবস। পতাকা উত্তলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তারপর গান, নাচ ও কবিতায় মেতে ওঠে কলেজের শিক্ষক সহ শিক্ষার্থীরা। পাশাপাশি এদিন বৃক্ষরোপণ কর্মসুচিতে সামিল হয় কলেজ কর্তৃপক্ষ। বি.এড. কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে খেদাপাড়া রাস্তার ধার দিয়ে বৃক্ষরোপণ করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ছবি : প্রিয় নন্দী