রিয়া গিরি: ওয়েলে নেমে তৃণমূল সাংসদদের বিক্ষোভে, সাসপেন্ড হতে হলো দোলা সেন, মৌসম নূর সহ রাজ্যসভার ৬ জন সদস্যদের। রাজ্যসভার ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর অভিযোগে সাসপেন্ড করা হয়েছে সাংসদদের । যদিও শাস্তির মেয়াদ শুধুমাত্র একদিনের, আগামীকালের অধিবেশনে তারা উপস্থিত হতে পারবেন বলে জানানো হয়েছে।
সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের নতুন সদস্য প্রাক্তন আমলা জোহর সরকারের শপথ পর্বের পরই রাজ্যসভায় পেগাসাস ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ চলাকালীন রাজ্যসভার ওয়েলে এই ছয়জনের সাংসদ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শামিল হয়।রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু তাদের নিজ নিজ আসনে ফিরে যেতে নির্দেশ দিলেও শোনেননি সাংসদরা।তখন তিনি কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এবং তৃণমূলের ছয়জন সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়।
এদিনই কেন্দ্রের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে সরব হয়েছিল বিরোধিরা। এর আগেও পেগাসাস ইস্যুতে সরব হয়ে, কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে তা ছিড়ে ফেলে রাজ্যসভা থেকে সাসপেন্ড হতে হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন। তিনি ১৩ ই আগস্ট পর্যন্ত সাসপেন্ড থাকবেন।
বেঙ্কাইয়া নাইডুর তরফ থেকে বলা নোটিশে উল্লেখ করা হয়"the conduct of the six TMC MPs was grossly disorderly in the house, and therefore they have been directed to withdraw immediately from the council under rule 255 by the honorable chairman"।সাসপেন্ডেড সাংসদরা হলেন দোলা সেন, শান্তা ছেত্রী, মৌসুম নূর, মোহাম্মদ নাজমুল হক, আবির রঞ্জন বিশ্বাস এবং অর্পিতা ঘোষ। তাদের শাস্তির মেয়াদ শেষ আজই। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফের অধিবেশন শুরু হলে, সাংসদ কক্ষে আসতে পারবেন তারা।