কমলো মাধ্যমিক ২০২২এর সিলেবাস, জেনে নিন সম্পূর্ণ পাঠ্যসূচি

 

Syllabus-of-Kamlo-Secondary-2022-find-out-the-complete-syllabus

অম্লিতা দাস: কমলো মাধ্যমিকের পাঠ্যসূচি। আগামী বছর থেকে অর্থাৎ ২০২২এর মাধ্যমিকের পরীক্ষার্থীদের পূর্ব বছরের চেয়ে তুলনামূলক ৩০ থেকে ৩৫ শতাংশ কম সিলেবাসে পরীক্ষা দিতে হবে। মঙ্গলবার এমনই বিজ্ঞপ্তি দিলেন মধ্যশিক্ষা পর্ষদ। দশম শ্রেণী  পড়ানো হয় এমন সমস্ত স্কুলকে এই বিষয় অবগত করা হয়েছে।

শিম্পাঞ্জির সঙ্গে সম্পর্কের জের; মহিলাকে চিড়িয়াখানা প্রবেশ নিষিদ্ধ করল কর্তৃপক্ষ

প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষার সাথেই আরো পাঁচটা বিষয় পড়ানো হয় মাধ্যমিকে। মোট সাতটি বিষয়েই সিলেবাস কোমল মধ্যশিক্ষা পর্ষদ। করোনাকালে ঘরে বসে অনলাইন ক্লাসে পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের। এই বিপুল পরিমাণে সিলবাসকে অনলাইনে আয়ত্ত্ব করা সম্ভব হচ্ছেনা। পড়ুয়াদের সাথেই সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

একটি পাতার এত উপকারিতা! শুনলেই চমকে যাবেন

স্কুল খোলার পর অফলাইন ক্লাস নিয়ে নিশ্চয়তাও নেই। তাই অনলাইন ক্লাসের ওপর নির্ভর হয়েই এগোতে হবে শিক্ষাব্যবস্থাকে। অনলাইনে সঠিকভাবে পড়ার জন্যই সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সিলেবাস কমানোর কারণ হিসেবে পর্ষদ থেকে সেভাবে কিছুই বলা হয়নি।

কালো ব্যাগের চেইন খুলতেই শিউরে উঠলো শরীর! বুঝলেন মৃত্যুকে সাথে নিয়েই যাত্রা করছিলেন

মঙ্গলবার উক্ত বিজ্ঞপ্তির সাথে সাথেই মাধ্যমিক পরীক্ষা ২০২২এর নতুন পাঠ্যসূচি জানানো হয়েছে।

মাধ্যমিক ২০২২ -এর বিস্তারিত তথ্যের জন্য নিচের লিংকে যান...

মাধ্যমিক ২০২২ সালের সিলেবাস


Syllabus-of-Kamlo-Secondary-2022-find-out-the-complete-syllabus

Syllabus-of-Kamlo-Secondary-2022-find-out-the-complete-syllabus

Syllabus-of-Kamlo-Secondary-2022-find-out-the-complete-syllabus

Syllabus-of-Kamlo-Secondary-2022-find-out-the-complete-syllabus

Syllabus-of-Kamlo-Secondary-2022-find-out-the-complete-syllabus

Syllabus-of-Kamlo-Secondary-2022-find-out-the-complete-syllabus


Post a Comment

Previous Post Next Post