সার্বভৌম সমাচার : রাজ্যজুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টায় বনগাঁ এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল বনগাঁ বিজেপি সাংগঠনিক মহিলা মোর্চার কর্মীরা। কিছুক্ষণ অবস্থান-বিক্ষোভ চলার পরে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটক করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি । পুলিশ গাড়িতে বিজেপি কর্মীদের তোলা নিয়ে উত্তেজনা ছড়ায়।
সপুত্র রেললাইনে আত্মঘাতী তৃণমূল নেতা
এই বিষয়ে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব অভিযোগ করেন, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ এর উপরে পুলিশ অত্যাচার চালিয়েছে, মারধর করা হয়েছে বিজেপি কর্মীদের। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ১৩ জন বিজেপি কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে ।
এ.টি.এম. এ টাকা না থাকলে, ব্যাংক থেকে জরিমানা নেবে RBI
এরপর গ্রেপ্তার হওয়া কর্মীদের জামিনের দাবীতে বনগাঁ থানার সামনেও বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। বিক্ষোভকারিদের দাবী, সারা রাজ্যে মহিলাদের উপর নির্মম নির্যাতন চলছে, আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও তিনি সব কিছু মুখ বুজে আছেন। আমরা তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি করছি।