হাসিমুখেই সব খবর শোনান 'কাগজ দিদি' সুচিত্রা

Suchitra-the-paper-sister-told-all-the-news-with-a-smile


রিয়া গিরি : বহরমপুর বাস স্ট্যান্ড এর এক কোণে বসে হাসিমুখেই দুনিয়ার সব খবর শোনান কাগজ দিদি সুচিত্রা । পেশায় কাগজ বিক্রেতা সুচিত্রা দাস সবার কাছেই কাগজ দিদি নামে পরিচিত।ভোর ৫ টা থেকে  তিনি বাসস্ট্যান্ডে হাজির হয়ে যান নিজের খবরের কাগজ নিয়ে। খবরের কাগজের বান্ডিল হাতে নিয়ে সমস্ত কাগজের হেডলাইনে চোখ বুলিয়ে নেন তিনি।কেউ গুরুত্বপূর্ণ খবর  জানতে চাইলে তিনি তাদের না বলেন না বরং হাসিমুখেই কাবুল থেকে খেলার দুনিয়া পর্যন্ত সমস্ত খবর তাদের কাছে পৌঁছে দেন।

মহমেডানের নতুন নায়ক নিকোলা

খবরের কাগজ বিক্রি করতে করতে কাগজ পড়া কখন নেশা হয়ে গিয়েছে তা তিনি মনে করতে পারছেন না। যে খবরগুলো ভালো লাগে সেগুলো তিনি মন দিয়ে পড়েন। তা খবর আফগানিস্তানে তালিবানি শাসন হোক কিংবা রাজ্যের রাজনীতি হোক দেশ বিদেশের সব খবর নিয়ে আগ্রহ রয়েছে সুচিত্রা দেবীর। এই পেশায় তিনি ১০  বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। স্বামী শ্যাম দাস যখন খবরের কাগজ বিক্রি করতেন তখন তিনি স্বামীকে সহযোগিতা করতেন। কিন্তু স্বামীর অসুস্থতার পর থেকেই তিনি পেপার বিক্রি করা শুরু করেন।

গৃহ শিক্ষিকার বেশে দেড় লক্ষ টাকার গয়না চুরি অভিযোগ

লকডাউন এর সময় কাজে কিছুটা সমস্যা হলেও  তিনি আবার আগের  ছন্দে ফিরে উঠতে প্রতিনিয়তই পরিশ্রম চালিয়ে যাচ্ছে। ওনার প্রসঙ্গে অনেকে বলেন, এই বয়সে মহিলার লড়াইকে স্যালুট জানাতে হয়। ভোর থেকে একটানা বসে তিনি কাগজ বিক্রি করেন। কোন বিরক্তি ছাড়া সব প্রশ্নের উত্তরও দেন সবাইকে। ঝড়-বৃষ্টি যাই হোক না কেন তিনি রোজ সকালে  হাজির হয়ে যান। যদিও সুচিত্রা দেবী বলেছেন,  পেটের টানে এই কাজ করতে হয় কিন্তু সকালে কাগজ না দেখলে মন ভরেনা। ঠিক তেমনি বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে কাগজ দিদিকে না দেখলে কারো মন ভরে না।





Post a Comment

Previous Post Next Post