রিয়া গিরি : গত সপ্তাহের আকাশ ভাঙ্গা বৃষ্টিতে জলমগ্ন হলদিয়ার বেশ কয়েকটি জায়গা। দীর্ঘদিন অতিক্রম হওয়ার পরেও জমা জল না সরায় সর্বত্র দূষণ ছড়াচ্ছে। বিদ্যুৎহীন হয়ে পড়ে আছে বেশ কয়েকটি অঞ্চল। বাসিন্দাদের ব্যাপক ক্ষোভের মুখে পড়ে অবশেষে বিভিন্ন ওয়ার্ড থেকে অতি বৃষ্টির জল সরাতে তৎপর হয়েছে হলদিয়া পৌরসভা।
করোনা টীকা না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ এলাকাবাসীর
সূত্রের খবর, হলদিয়া টাউনশিপ সহ শিল্পাঞ্চল এর একাংশ জল জমে আছে। ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। জলমগ্ন হয়ে রয়েছে ২৪,২৫,২৬ নম্বর ওয়ার্ডের খুদিরাম নগর, হাতিবেরিয়া, আজাদ হিন্দ নগর সহ বেশ কয়েকটি ঘনবসতি এলাকা। খুব দ্রুতই জল নিকাশির বাধা সরিয়ে, খালের মাধ্যমে জল নিকাশের ব্যবস্থা করছে পুরসভা।
সিপিএলে নাম লেখাল আইপিএলের আরও এক দল
প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ হাতিবেরিয়া থেকে রায়রাচক পর্যন্ত খালটি গিয়ে মিশেছে হলদি নদী তে, যার জল নিকাশি সমস্যা খতিয়ে দেখতে শনি ও রবিবার দুইদিন ধরে কাউন্সিল ইন চেয়ারম্যান আজিজুর রহমান ও স্বপন নস্কর বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। বাসিন্দাদের অভিযোগ,জলমগ্ন হয়ে মানুষ বিপদে পড়লে ও স্থানীয় কাউন্সিলরদের কোন দেখা মেলেনি।
লক্ষাধিক জাল নোট পাচারে আটক সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র
ইতিমধ্যেই পুরসভার কর্মীরা বড় মেশিন বসিয়ে কাজ শুরু করেছেন।দীর্ঘদিন ধরে খাল সংস্কার না হওয়ায়, নদীর দিকে জল নামতে চাইছে না। ফলে সাফাই কর্মীরা বাধার মুখে পড়ছেন। স্বপন নস্কর বলেন,হলদি ও হুগলি নদীতে প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা পড়া ঠেকাতে, প্রতিটি ক্যানেলের মুখে লোহার জাল লাগানো হয়েছিল, কিন্তু অতিবৃষ্টির জমা জল নামাতে গিয়ে এই জাল এখন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাজ্যে একদিনে কোভিডে আক্রান্ত সংখ্যা ৭০১ জন, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তরে
তিনি স্বীকার করেন, পুরসভার নজরদারির অভাবে এমন ঘটনা ঘটেছে। তিনি ইঞ্জিনিয়ারদের নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের পর পৌরসভার কাছে কয়েকটি প্রস্তাব রেখেছেন। যা থেকে কয়েক হাজার মানুষ উপকৃত হবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।