রেজাল্ট না পেয়ে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ছাত্ররা, স্কুলের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা ভাবছে অভিভাবকেরা

Students-surround-headmaster-without-getting-results-parents-protest-against-school


সোমনাথ দাস, গোপালনগর : মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট না পেয়ে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল  ছাত্ররা, সঙ্গ দিলেন অভিভাবকেরাও৷

বৃহস্পতিবার বেলা একটা নাগাদ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা উচ্চ বিদ্যালয়ে। দীর্ঘ সময় ফর্মের রশিদ, রেজিস্ট্রেশন, সার্টিফিকেট হাতে নিয়ে স্কুল গেটে বিক্ষোভ দেখায় ছাত্ররা। অভিযোগ, স্কুলের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে ছাত্রদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়।

ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ, লাঠিচার্জ পুলিশের

অভিভাবকেরা জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষক সমস্যা সমাধানের জন্য একমাস সময় নিয়েছিলেন। প্রায় এক হয়ে গেলেও রেজাল্ট না পেয়ে ছাত্ররা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে৷ প্রধান শিক্ষকের ঘরে  ঢুকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা।

Students-surround-headmaster-without-getting-results-parents-protest-against-school


স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ কার্যত স্বীকার করে নেন প্রধান শিক্ষক। তবে হুমকির অভিযোগ অস্বীকার করে নেন তিনি। সংবাদিকদের প্রশ্নের উত্তরে স্কুলের প্রধান শিক্ষক বলেন, "২০২১ এর মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে ফর্ম পূরণের সময় ৭ জন ছাত্র নির্দিষ্ট ফি দিয়ে ফর্ম পূরণ করলেও একটি গুরুত্বপূর্ণ কাগজে তারা সই না করেই চলে যায়। এরপর স্কুলের ক্লার্করা সেই বিষয়টি না দেখেই পরীক্ষার্থীদের তালিকা বোর্ডে পাঠিয়ে দেন। এই পরিস্থিতিতে যে ২০ জন ছাত্র ফর্ম পূরণ করে নি, তাদের সঙ্গে ওই ৭ জনের নামও বাদ যায়। তবে যে ১৬৯ জনের চালান কাটা হয়েছিল, পরীক্ষার্থী হিসেবে তাদের নামের তালিকা বোর্ড থেকে আসে।

বীজপুর থানার তৎপরতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার যুবক

তবে স্কুল কর্তৃপক্ষের দাবী, বঞ্চিত ছাত্রদের কথা ভেবে স্কুলের প্রধান শিক্ষক অনেক রকম ভাবে ত্রুটি সংশোধন করার চেষ্টা করেন, কিন্তু শেষপর্যন্ত তা কার্যকরী হয়নি। অন্যদিকে, স্কুলের তরফে কোন সদুত্তর না পাওয়ায়, আদালতের যাওয়ার কথা ভাবছেন অভিভাবকরা।

Students-surround-headmaster-without-getting-results-parents-protest-against-school



Students-surround-headmaster-without-getting-results-parents-protest-against-school

Students-surround-headmaster-without-getting-results-parents-protest-against-school

Students-surround-headmaster-without-getting-results-parents-protest-against-school


Post a Comment

Previous Post Next Post