জল ঢালতে গিয়ে মাঝপথেই ছাত্রীর মৃত্যু, আহত ১৫

Student-died-in-the-middle-of-pouring-water-15-injured

ঈশিতা সাহা : শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার তড়িঘড়ি শুরু। ইতিমধ্যে বানেশ্বর, জয়ন্তি, জল্পেশ সহ একাধিক ভ্রমণ তীর্থস্থানে ভক্তদের আনাগোনা বেড়েছে। এরই মধ্যে গত সোমবার জল্পেশ মন্দিরে যাওয়ার পথে একটি পিকআপভ্যান উল্টে মৃত্যু হল এক ছাত্রীর। ঘটনায় ১৫ জন গুরুতর জখম হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপি নেতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে চারটা নাগাদ  মাথাভাঙ্গা-১ ব্লকের বৈরাগীহাট গ্রাম পঞ্চায়েতের বেঙ্গলদই  এলাকায় ১৬ নম্বর রাজ্য সড়কে একটি ভ্যান ২০-২২ জন যাত্রী নিয়ে জলপেশ এর উদ্দেশ্যে রওয়ানা  হয়েছিল। তারা সকলেই কোচবিহারের সাতমাইলের গিরিয়াকুটি ও সংলগ্ন এলাকার বাসিন্দা। কিন্তু মাঝ পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি বেঙ্গলদই এলাকায় সেতুর মুখে অবস্থিত একটি খুঁটিতে ধাক্কা মারে। তাতেই ভ্যান উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। তৎক্ষণাৎ ১২ জনকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ দুর্ঘটনায় পৌঁছয়।



দুর্ঘটনায়, আহতদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই অষ্টম শ্রেণির ওই ছাত্রীর মৃত্যু হয়। ঘটনায় আহত ১২ জনকে ইতিমধ্যে কোচবিহারে রেফার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ।



Post a Comment

Previous Post Next Post