ঈশিতা সাহা : জঙ্ক ফুড বলতে এখনের প্রজন্ম পাগল। স্কুলের টিফিন হোক আর বিকালের নাস্তা , বাইরের খাবার ছাড়া চলা অসম্ভব। আর সেই কারণেই পেটে ব্যাথা, গ্যাস্টিক, ত্বকে সমস্যা এগুলো এখন নিত্যসঙ্গী। তবে জানলে অবাক হবেন হাতের কাছে থাকা একটি পাতার উপকারিতা মিটিয়ে দেবে এইসব সমস্যা।
কালো ব্যাগের চেইন খুলতেই শিউরে উঠলো শরীর! বুঝলেন মৃত্যুকে সাথে নিয়েই যাত্রা করছিলেন
আয়ুর্বেদ শাস্ত্রেও উল্লেখ আছে থানকুনি পাতার। পেটের রোগ হোক কিংবা মস্তিষ্কে দুর্বলতা, দুই ক্ষেত্রেই এই পাতার কার্যকারী ফলাফল প্রমানিত। অ্যান্টি অক্সিডেন্ট ও ফলিক অ্যাসিড এ ভরপুর এই পাতা খেলে অ্যাঝাইমার মতো রোগের সংক্রমণ ঝুঁকি কম হয়। পাশাপশি নার্ভের সমস্যা থেকেও মুক্তি সম্ভব এই পাতার সেবনে।
যেকোনো বয়সীর হজম ক্ষমতা বৃদ্ধি ও পেটের রোগের সমাধান করে। এছাড়া ডায়রিয়ার ক্ষেত্রেও থানকুনি পাতা কার্যকরী।
বিরাটের আগ্রাসন ভয় ধরায় বিপক্ষের মনে!
বিশেষজ্ঞদের মতে, থানকুনি পাতায় উপস্থিত টারপিনোয়েড শরীরের কোলাজেন উৎপাদনে সাহায্য করে। অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলাদের স্ট্রেচ মার্ক নিয়ে সমস্যায় পড়তে হয়।এই উপাদান নতুন করে স্ট্রেচ মার্ক তৈরীতে বাঁধা দেয় ও দূর করতেও সাহায্য করে।
এখন বেশিরভাগ তরুণ তরুণীরা মাথা চক্কর অথবা বমি ভাবে ভোগেন। নিয়মিত থানকুনি পাতার সেবনে এই সমস্যা থেকে রেহাই সম্ভব।
এছাড়াও ত্বকের সমস্যা ও অনিদ্রায় ভুক্তভুগীরা এর উপকারিতা পেতে পারেন।