সার্বভৌম সমাচার, মুর্শিদাবাদ : ছটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের শ্বাস পাড়া এলাকায়। পুলিশ সুত্রে খবর, ওই এলাকার বুলেট শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই তাজা বোমাগুলি। কান্দি থানার পুলিশ বুলেট শেখকে গ্রেফতার করেছে। অন্যদিকে তার পরিবারের দাবি, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।
মাদক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার দুই দুষ্কৃতী
জানা গিয়েছে, কান্দি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয় বুলেট শেখের বাড়ি থেকে ছটি তাজা বোমা উদ্ধার করে। বুলেট শেখের বাড়ির পাশে মজুত করে রাখা বালির ভেতর থেকে উদ্ধার হয় তাজা বোমাগুলি। উদ্ধারের পর নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বোমাগুলিকে। এরপর বোমাগুলি নিষ্ক্রিয় করবার জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশের বোম ডিস্পোজাল স্কোয়াডকে খবর দেয় কান্দি থানার পুলিশ। গ্রেফতার করা হয় বুলেট শেখকে।
শিশুর মায়েদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ যে গ্রাম পঞ্চায়েতে
তবে, ধৃত বুলেট শেখ ওই বোমাগুলি মজুত করে রাখেনি বলে দাবি তার পরিবারের। কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ করা হয়। বুলেট শেখ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন। করোনা মহামারীর কারণে বাড়িতে এসেছিলেন। জমি-জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বুলেট শেখের পরিবারের সঙ্গে কিছু লোকের বিবাদ চলছিল। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বুলেট শেখকে ফাঁসানোর চেষ্টা করে থাকতে পারে বলে অনুমান ধৃতের পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।