রিয়া গিরি : পর্নোগ্রাফি ছবি নির্মাণ কাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধে।মামলা হওয়া পর একটা বড় প্রভাব পড়ে শিল্পা শেট্টির কেরিয়ার জীবনে। বলিউডের হ্যাপি কাপলদের মধ্যে রাজ-শিল্পার জুটি অনেকেরই পছন্দের। কিন্তু রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর শিল্পা নিজেকে বিচ্ছেদের জন্য পুরোপুরি তৈরি করে নেন।
বন্যার জলে ভেসে গেল বর-কনের গাড়ি
২০১৮ সানি রাজ কুন্দ্র ও বিয়ে করেন শিল্পা। রাজ কুন্দ্রার দ্বিতীয় স্ত্রী শিল্পা ও রাজের প্রথম সন্তান বিহানের জন্ম হয় ২০১২ তে তারপর সম্প্রতি তিনি এক কন্যা সন্তানকে জন্ম দেন। সুখের সংসারে কোন কিছুর অভাব ছিল না। সোশ্যাল মিডিয়াতে তাদের প্রায়শই দেখা যেত। কিন্তু চলতি বছরে জুলাই মাসে সমস্ত ঘটনায় পাল্টে যায়।
কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এর সম্বর্ধনা ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয় শিল্পা শেট্টির স্বামী রাজকে। শিল্পকে ও অনেক জিজ্ঞাসাবাদ করা হয় ঘন্টার পর ঘন্টা। বাড়ি তল্লাশি চলাকালীনই রাজ কুন্দ্রার উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন শিল্পা। তিনি জানান রাজের কর্মকাণ্ডের বিন্দুমাত্র খবর ছিল না তার কাছে। অনেক ঝামেলার মুখোমুখি হয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বিচ্ছেদ নেবেন। যদিও এই ঘটনা পুরোপুরি সত্য কিনা তা এখনো প্রমাণ হয়নি। শিল্পার একঘনিষ্ঠ দাবি করেছেন যে তিনি স্বামীর সম্পত্তির একটি টাকাও নেবেন না আর নিজেই সন্তানদের মানুষ করবেন।টুইটারে শিল্পা সেটটিকে দিদি বলে সম্মোধন করে ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন শার্লিন চোপড়া।