স্কুল খুলছে যোগী রাজ্যে, রাজস্থানে; কিভাবে চলবে অফলাইন ক্লাস?

Schools-are-opening-in-Yogi-State-Rajasthan-How-will-the-offline-class-work

অম্লিতা দাস : পুজোর পর স্কুল খোলা নিয়েই চিন্তাভাবনা বাড়ছে রাজ্যে। ইতিমধ্যেই এ বিষয় কিছু পদক্ষেপ নিয়েছেন রাজ্যে, জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ,রাজস্থান স্কুল খোলার ব্যাপারে উদ্দ্যোগ নিয়েছেন। আগামী ১৬ই আগস্ট থেকেই স্কুল খুলছে উত্তরপ্রদেশে। যোগী সরকার ৫০% পড়ুয়াদের উপস্থিতি নিয়েই নবম ও দশম শ্রেণীর পঠনপাঠনের নির্দেশ দিয়েছেন। একই সাথে রাজস্থানেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। ৫০%পড়ুয়া নিয়েই পঠনপাঠন চলবে ১লা সেপ্টেম্বর থেকে। রাজস্থান সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে কমপক্ষে একটি টিকা নেওয়া থাকলেই শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মীরা স্কুলে প্রবেশ করতে পারবেন।

লটারিতে কোটি টাকা জিতে থানার লকআপে রাত কাটালো বিজেতা

করোনা ভাইরাসের জন্য প্রায় অচল হয়ে থাকা ক্লাসরুমগুলিকে আবার সচল করতে উদ্যোগ দুই রাজ্যেই। শারীরিক দূরত্ব বিধি, মাস্ক, স্যানিটাইজার ও ইত্যাদি সমস্তরকম কোভিডবিধি মেনে চলবে পড়াশোনা। স্কুলে প্রার্থনার জন্য সমবেত হয়াতেও নিষেধাজ্ঞা জানানো হয়েছে। রাজস্থান সরকার জানিয়েছেন, পড়ুয়ারা স্কুল আসতে চাইলে লাগবে তাদের অভিভাবকদের সম্মতিপত্র। অভিভাবক চাইলে তবেই পড়ুয়ারা ফিরবে স্কুলে নয়ত তাদের জন্যে অনলাইন ক্লাসের ব্যবস্থাও থাকবে।

রক্ত জমাট বাঁধে কোভিশিল্ডে, দাবি ব্রিটেনের গবেষকদের

কোভিডের প্রথম দুই ঢেউ অতিক্রম করলেও তৃতীয় ঢেউ এখনও রয়েছে। এমন সময় ছেলে মেয়েদের স্কুল পাঠাতেও রাজি নন একাধিক অভিভাবক। উত্তরপ্রদেশে স্কুল খোলার আগেই সরকারি অনুমোদনের সাথেই এক রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী লা মার্টিনিয়ার গার্লস কলেজের ১,২৫০ জন পড়ুয়ার মধ্যে মাত্র ১৫০ জনের পরিবার তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুল, কলেজ পাঠানোয় সম্মতি জানিয়েছেন। একাধিক অভিভাবকদের মতে, তৃতীয় ঢেউয়ের সময়ে সন্তানদের স্কুল,কলেজে পাঠানো তাঁদের কাছে নিরাপদ নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা অফলাইন ক্লাসে পাঠাতেই পারেন।

Post a Comment

Previous Post Next Post