সার্বভৌম সমাচার : কেন্দ্রীয় সরকারের উইন অ্যাপে নাম নথিভুক্ত হওয়া সত্ত্বেও মিলছে না ভ্যাকসিন। দূর-দূরান্ত থেকে আগত মানুষদের ভ্যাকসিন দিতে আপত্তি তোলায় ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ করতেই পুলিশের অমানবিক লাঠিচার্জ সাধারণ মানুষের ওপর। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে।
স্থানিয় সূত্রে জানা গেছে, দূর-দূরান্ত থেকে আগত মানুষ উইন অ্যাপে নাম নথিভুক্ত হওয়া সত্ত্বেও অশোকনগরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলছে না ভ্যাকসিন। যদিও পৌরসভার সূত্রে জানানো হয়েছে আজকে ২০০ জনকে, যাদের ফোন করে ডাকা হয়েছে একমাত্র তাদেরই আজ ভ্যাকসিন দেওয়া হবে। যদিও এই দাবি মানতে রাজি নয় বাইরে থেকে যারা এসেছেন। তারপরেই উত্তেজিত হয়ে স্বাস্থ্যকেন্দ্র এর সামনে বিক্ষোভ শুরু করে তারা। নৈহাটি রোড অবরোধ করতেই ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এসে বিক্ষোভ নিয়ন্ত্রণ করেন। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের হাটিয়ে দেয়। এই বিষয়ে অশোকনগর থানার পুলিশ কয়েকজনকে আটক করেছেন।