ঈশিতা সাহা : সিআরপিএফ-এর পক্ষ থেকে একাধিক কেন্দ্রীয় বাহিনীতে আড়াইহাজার পদে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করেছে ভারত সরকার। মূলত সাক্ষাৎকার এর মাধ্যমেই যেকোনো ভারতীয় যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ রয়েছে ২৪৩৯ টি। প্রথমত কোন পরীক্ষা নয়, সরাসরি সাক্ষাৎকার এর মাধ্যমেই চুক্তিভিত্তিক ভাবে পদে নিয়োগ করা হবে। এই বিপুল নিয়োগ মূলত প্যারামেডিকেল স্টাফ পদের জন্য। এই নিয়োগে আবেদন করতে পারেন অবসরপ্রাপ্ত সিএপিএফ এবং প্রাক্তন সশস্ত্র বাহিনীর কর্মীরাও। তবে সর্বোচ্চ বয়সসীমা ৬২ বছর।
শূন্যপদ- সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স- AR তে- ১৫৬টি, BSF তে- ৩৬৫ টি, CRPF তে-১৫৩৭ টি, ITBP তে- ১৩০ টি, SSB তে- ২৫১ টি শূন্যপদ পূরণের নিয়োগ করছে। ইন্টারভিউ বা সাক্ষাৎকারের প্রক্রিয়াটি শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।
এদিন একটি সাদা কাগজে আবেদনপত্র, পরিচয় পত্র, বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও পাশাপাশি অবসরপ্রাপ্ত ও প্রাক্তন সেনা কর্মীর প্রমাণ এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ডকুমেন্ট সহকারে নিয়ে যেতে হবে। বিস্তারিত তথ্যের জন্য, আবেদনকারীরা CRPF- এর অফিশিয়াল ওয়েবসাইট (crpf.gov.in) যোগাযোগ করতে পারেন।