বনগাঁ শহর জুড়ে সারম্বরে উদযাপিত হল রাখি বন্ধন উৎসব

Rakhi-Bandhan-Utsav-is-celebrated-all-over-the-city-of-Bangaon

সার্বভৌম সমাচার : পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও  যুব কল্যাণ দপ্তর এর উদ্যোগে রবিবার সকালে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে সংস্কৃতিক দিবস উদযাপন উপলক্ষে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনগাঁ নীলদর্পণ এর সামনে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিল । বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর একে একে উপস্থিত সকলের হাতে রাখি পরানো হয়।

  ক্ষমতা পেয়েই ফতোয়া জারি তালিবানদের; বন্ধ কো- এডুকেশন

 পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, "আমরা পৌরসভার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশিকা অনুযায়ী টাউন হলের রবীন্দ্র মূর্তির পাদদেশে সর্ব ধর্ম সমন্বয় করে কবি গুরু রবীন্দ্রনাথের ভাবনা সামনে রেখে পৌর কর্মচারীদের সংঘে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করছি। এছাড়াও আজ সারা দিনে সমস্ত বিভেধ ভুলে সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করাব"।

Rakhi-Bandhan-Utsav-is-celebrated-all-over-the-city-of-Bangaon

অন্যদিকে বনগাঁর প্রাক্তণ চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যের নেতৃত্বে বনগাঁ বাটা মোড়ে রাখি বন্ধন উৎসবে বনগাঁর প্রাক্তণ চেয়ারম্যান তথা প্রাক্তণ পৌর প্রশাসক শঙ্কর আঢ্য সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন দিবস উৎযাপিত করেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এদিন বলেন, " আমি এক জন সাধারণ কর্মী হিসাবে বলছি বিগত দিনে যে ভাবে বনগাঁর উন্নয়ন করতে সক্ষম হয়েছি, আগামি দিনেও যাতে আপনাদের ভালবাসা নিয়ে বনগাঁর উন্নয়ন করতে পারি তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আজ ১নং ওয়ার্ডের বাগদা বাসস্ট্যান্ডে, ২নং ও ৩নং ওয়ার্ডের নেতৃত্বে নেতাজী মার্কেটে এবং বাটা মোড়ে ৪নং ও ১৭ নম্বর ওয়ার্ডের জ্যোৎস্না আঢ্য সহ সমস্ত মহিলা কর্মীদের উদ্যোগে বনগাঁর বাটা মোড়ে যে রাখি বন্ধন উৎজাপন করছেন তার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি"।

Rakhi-Bandhan-Utsav-is-celebrated-all-over-the-city-of-Bangaon

বনগাঁর মতিগঞ্জে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবদাস মণ্ডল সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে রাখি পরিয়ে এদিন বন্ধন উৎসব পালন করেন। এছাড়াও গাইঘাটা বিধানসভার হাবরা উত্তর গ্ৰামীন মন্ডল ১ এর কালি মায়ের মন্দিরে পুজো দেন তিনি। এরপর মন্দিরের পুরোহিত মশাইকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানা দেবদাসবাবু।

Rakhi-Bandhan-Utsav-is-celebrated-all-over-the-city-of-Bangaon

.........................................................................................................
Rakhi-Bandhan-Utsav-is-celebrated-all-over-the-city-of-Bangaon

Rakhi-Bandhan-Utsav-is-celebrated-all-over-the-city-of-Bangaon

Rakhi-Bandhan-Utsav-is-celebrated-all-over-the-city-of-Bangaon

Rakhi-Bandhan-Utsav-is-celebrated-all-over-the-city-of-Bangaon

Rakhi-Bandhan-Utsav-is-celebrated-all-over-the-city-of-Bangaon

Rakhi-Bandhan-Utsav-is-celebrated-all-over-the-city-of-Bangaon

Post a Comment

Previous Post Next Post