ভ্যাকসিন না পেয়ে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ

 

Protests-surround-BJP-MLA-for-not-getting-vaccine

গৌতম মণ্ডল, গাইঘাটা : সকাল থেকে দুপুর পর্যন্ত  লাইন দিয়ে মেলেনি ভ্যাকসিন, বিক্ষোভে ফেটে পড়ল সাধারন মানুষ। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। খবর পেয়ে চাঁদপাতা গ্রামীণ হাসপাতালে পৌঁছায় গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর।

বনগাঁয় ফের ভ্যাকসিন কেন্দ্রে উত্তেজনা; বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক

বিধায়ককে দেখে ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। বিধায়ক ক্ষুব্দ জনতাকে বোঝানোর চেষ্টা করেন এবং দলমত নির্বিশেষে আগে আসার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার দাবি তোলেন। পরবর্তীতে সুব্রত ঠাকুর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবার আবেদন জানায়।

পাট চাষিদের মুখে হাসি ফোটাবে ‘আতমা প্রকল্প’

এই বিষয়ে গাইঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের মত গাইঘাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বয়স্ক থেকে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছে না। বি.ডি.ও -এর কাছে একাধিকবার আবেদন জানিয়ে কোনো লাভ হয়নি । সাধারণ মানুষের দাবি লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন না পাওয়ায় কাজে যেতে পারছেন না তারা। অতি শীঘ্রই তাদের ভ্যাকসিন এর ব্যবস্থা করা হোক ।

রাজ্যে একদিনে কোভিডে আক্রান্ত সংখ্যা ৭০১ জন, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তরে

চাঁদপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পবিত্র মণ্ডল জানিয়েছেন, আজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে না এই মর্মে আমরা নোটিশ টানিয়ে দিয়েছে কিন্তু সাধারণ মানুষ এসে লাইনে দাঁড়িয়েছে । আজ ভ্যাকসিন দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি ।

Protests-surround-BJP-MLA-for-not-getting-vaccine

Protests-surround-BJP-MLA-for-not-getting-vaccine

Protests-surround-BJP-MLA-for-not-getting-vaccine


Post a Comment

Previous Post Next Post