রিয়া গিরি, কলকাতা : করোনা পরিস্থিতির কারণে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬৩ জন বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। করোনার তৃতীয় ঢেউ আসতে, রাজ্য সরকারের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। বন্দীদের মধ্যে সকলেই প্রাপ্তবয়স্ক। পুরুষ ও মহিলা উভয় কয়েদিদের ছাড়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
সূত্রের খবর, মোট ৬৩ জন বন্দীদের মধ্যে ৬১ জন পুরুষ এবং ২ জন মহিলা রয়েছেন। তাদের মধ্যে অনেকেই সংশোধনাগারে ১৪ বছর করে সাজা খেটেছেন। ইতিমধ্যেই কয়েদিদের ছাড়ার আগে, টিকাকরণ এর ব্যবস্থা করা হয়েছে। কয়েদিদের মধ্যে, পুরুষ বন্দীদের বয়স ৬০ বছরের বেশি এবং দুই মহিলার বয়স ৫৫ বছরের বেশি। সকলেই সংশোধনাগারে দীর্ঘ মেয়াদ ধরে সাজা খেটেছেন। বন্দিদের মধ্যে তফশিলি জাতির ৫ জন, তফশিলি উপজাতির ৩ জন, এছাড়া অন্যান্য অনগ্রসর শ্রেণির দুজন এবং সাধারন ক্যাটাগরির ৫৩ জন রয়েছেন।
লক্ষাধিক জাল নোট পাচারে আটক সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র
জানা গিয়েছে, কোন বন্দি ছাড় পাবেন তা ঠিক করতে নির্দিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারাই সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। ছাড় প্রাপ্ত কয়েদিদের কার্যকলাপ দেখে রাখা হবে।একটা নির্দিষ্ট সময় পরে এসে কয়েদিদের নিজেদের হস্তাক্ষর করে যেতে হবে।করোনা পরিস্থিতিতে ঠিক এমনটাই প্রেস কনফারেন্সে জানিয়ে দেওয়া হল সরকারের তরফ থেকে।