শিশু ধর্ষণকাণ্ডে পুলিশের নীরবতায় ক্ষুব্ধ প্রমীলা বাহিনী

অম্লিতা দাস : "সঞ্জীব দাসের ফাঁসি চাই" প্ল্যাকার্ড জুড়ে এই কথাতেই সোচ্চার হলদিয়ার মহিলা বাহিনী। পুলিশের নীরবতায় হলদিয়ার মহিলা থানা ঘেরাও করে বিক্ষোভ চালায় তাঁরা। অভিযোগ, গরিব মানুষদের বিচার নেই। ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ করে সঠিক বিচার হয়নি অভিযুক্ত সঞ্জীব দাসের বরং অভিযোগ তুলে নেওয়ার হুমকি শোনায় অভিযুক্তর পরিবার।

ঘটনার সূত্রপাত শনিবার। হলদিয়ার সুতাহুতা থানা এলাকায় যৌন হেনস্থার শিকার হয় ৭ বছরের নাবালিকা। নির্যাতিতার জ্যাঠা জানিয়েছেন, শনিবার ধর্ষণ করা হয় তাঁর ভাইঝিকে। পুলিশ সঞ্জীব দাসকে (৫২) গ্রেফতার করলে ধর্ষণকারীর পরিবার ও ছেলেরা নাবালিকার পরিবারে হামলা করে, ভাঙ্গচুর চালায়, রাস্তাঘাটে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পুলিশকে এই অত্যাচারের কথা বলা হলেও পুলিশ নিরব। অভিযুক্তর পরিবার ও তাদের ছেলেরা অভিযোগ তুলে নেওয়ার জন্য নানাভাবে জোর করতে থাকে।


দুর্গাচক থানায় অভিযোগ জানালে পুলিশ পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সাদা কাগজে সই করতে বলে। জোর করে সাদা কাগজে সই করিয়েও নিতে চায়। সমস্ত অত্যাচারে বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী। তাই থানা ঘেরাও করে বিক্ষোভ চালায় তাঁরা। এক মাস হয়ে গেলেও সঞ্জীব দাসকে আদালতে তোলা হয়নি। গ্রেফতারের পর কোনোরকম শাস্তি হয়নি তার। 


মহিলা বাহিনীর মতামত, ধর্ষণের পরেও নাবালিকার পরিবারে একাধিক অত্যাচার। কোনো কিছুরই কোনো সঠিক বিচার করছেন না পুলিশ। ঘুষ খেয়েই চুপ করে বসে আছেন। হলদিয়ার মহিলা থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। অবশেষে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশা দেখিয়েই বিক্ষোভ শান্ত করা হয়।

Premila-Bahini-angry-over-police-silence-over-child-rape

Premila-Bahini-angry-over-police-silence-over-child-rape

Premila-Bahini-angry-over-police-silence-over-child-rape


        

Post a Comment

Previous Post Next Post