সার্বভৌম সমাচার, লখনউ : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাফিক সিগন্যালে এক তরুণী ক্যাব চালককে মারধর করছে। ভিডিওটি টুইটারে দেখে ইতিমধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন চালকের জন্য। অনেকে আবার মাইক্রোব্লগিং সাইটে ট্রেন্ডও করছেন বিষয়টি। অবশেষে ওই মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে লখনউ পুলিশ। প্রথমে এবিষয়ে পুলিশ মুখ না খুললেও পরে লখনউ পুলিশের অতিরিক্ত ডিসিপি চিরঞ্জীব নাথ সিনহা বলেন, "আমরা তদন্ত করব এবং তারপর বিস্তারিত জানাব।"
বারুইপুরে শুটআউট; এলাকায় চাঞ্চল্য
সোশ্যাল মিডিয়ার ওই ভিডিওতে দেখা যায়, ওই মহিলা একজন পুলিশ কর্মীর সামনে শাহাদাত ক্যাব চালককে একাধিকবার চড় মারছেন। ঘটনা স্থলে অন্য একজন পুরুষকে বলতে শোনা যায়, “আরে বদতামিজ অরাত হ্যায় ইয়ে” অর্থাৎ “সে একজন অসৎ মহিলা”।
Viral Video: A Girl Continuously Beating a Man (Driver of Car) at Awadh Crossing, Lucknow, UP and allegedly Damaging his Phone inspite of him asking for Reason pic.twitter.com/mMH7BE0wu1
— Megh Updates 🚨 (@MeghUpdates) July 31, 2021
কেন তিনি ক্যাব চালককে আলিকে আক্রমণ করছেন, জানতে চাইলে মেয়েটিকে বলতে শোনা যায় যে তাঁর ক্যাব তাকে আঘাত করেছে। যদিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া সিগন্যাল থেকে সিসিটিভি ফুটেজের আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে ভারী যানজটের মাঝে ওই মেয়েটি রাস্তা পার হচ্ছিল। সেই সময় গাড়ি নিয়ন্ত্রণে না আনতে পেরে ধাক্কা মারে মহিলাটিকে।
Ye lo pura video isme ladke ki galti hogi to batana pic.twitter.com/gumOCP6LAz
— Neeraj Yadav 🇮🇳 (@thekingneeraj1) August 2, 2021
ঘটনার সময় ওই মেয়েটি আলীর মোবাইল ফোনও ভেঙে ফেলে। আলীকে বলতে শোনা যায়: "দয়া করে মহিলা পুলিশকে কল করুন। "অন্যদিকে ওই মহিলার অভিযোগ, ক্রসিংয়ের কাছে চালক তাকে আঘাত করে এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন।