ঈশিতা সাহা: কিছুদিন আগে সহদেবের গলায় 'বাছপান কা পিয়ার' গানটি নেট জগতে তুমুল ঝড় তুলেছিল। এখন সেই গান শোনা গেছে এনসিসি ক্যাডেটদের মুখে। প্যারেড এর সঙ্গে তাল মিলিয়ে সবার মুখে একই গান। যদিও কঠোর নিষ্ঠা ও অনুশাসনের মধ্যে আবদ্ধ থাকে এনসিসি ক্যাম্প। তারই মাঝে এই বিনোদনমূলক ভিডিওটি প্রকাশ্যে এলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তোলে।
কমলো মাধ্যমিক ২০২২এর সিলেবাস, জেনে নিন সম্পূর্ণ পাঠ্যসূচি
১২ বছর বয়সি সহদেব ডিরডোর প্রথমবার তার স্কুলের অনুষ্ঠানে গানটি গেয়েছিল। তখনও সঙ্গে তাল মিলিয়ে ছিলেন স্কুলের শিক্ষকরা। মুহুর্তের মধ্যে ৯ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এবং প্রায় চার লক্ষ মানুষ গানটিতে ইতিবাচক মতামত জানায়। এরপরই সবার মুখে গুনগুন করতে শোনা যায় গানটি।
Baspan Ka Pyar!! Peecheyyy Mudddd 1. 2. 3. 4#BachpanKaPyaar pic.twitter.com/hMQEA9Emse
— A for Awesome !! (@AweShadySome) August 25, 2021
শিম্পাঞ্জির সঙ্গে সম্পর্কের জের; মহিলাকে চিড়িয়াখানা প্রবেশ নিষিদ্ধ করল কর্তৃপক্ষ
এবারে গানের প্রভাব পড়ে এনসিসি ক্যাডেট দের উপর। আর সেই ভিডিও দেখে অনেক নেটিজেনরা তাদের মতামতে জানান, ভারতীয় সেনাবাহিনীর মতো অনুশাসন মূলক কাজে এরকম গান মানায় না। আবার অনেকেই পক্ষ নিয়ে বলেন,"কাজের ফাঁকে একটু আনন্দ চলতেই পারে। এতে ক্ষতিতো কিছু নেই। সবকিছু বিচারকের চোখে দেখা বন্ধ করুন।"
বিয়ের দাবিতে সিভিক পুলিশের বাড়ির সামনে ধর্নায় মহিলা সিভিক
অবশ্য প্যারেড এর মাঝে গান আনন্দের আলাদাই মাত্রা এনে দেয়। সহদেবের মতো এই ভিডিওটিও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।