২ রানে ৩ উইকেট পাকিস্তানের

 

Pakistan-was-on-3-wickets-for-2-runs

শ্রমণ দে : প্রথম টেস্টে হারের পর পাকিস্তানের সামনে এখন বাঁচামরার লড়াই। কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাবর আজমের দল।

শুরুতেই পাকিস্তানি ব্যাটসম্যানরা পড়েছেন কেমার রোচ-জেডেন সিলসের তোপে। দলের খাতায় ২ রান তুলতে সাজঘরে ফিরে গেছেন টপঅর্ডারের তিন ব্যাটসম্যান।

'জঙ্গী দেশের মেয়ে' বলে তীব্র মন্তব্যের শিকার হলেন বলিউডের এই নায়িকা

পাকিস্তান ইনিংসের প্রথম ওভারেই আঘাত পেসার কেমার রোচের। আবিদ আলি (১) শরীর সামনে না নিয়েই খোঁচা দিয়ে বসেন, তৃতীয় স্লিপে হন ক্যাচ। এক ওভার বিরতি দিয়ে আরও এক উইকেট হারায় সফরকারিরা।

আজহার আলি (০) রোচের দুর্দান্ত এক ডেলিভারি ডিফেন্ড করতে গিয়ে এজ হন, উইকেটরক্ষকের কাছে চলে যায় বল। পরের ওভারে আঘাত আরেক পেসার জেডেন সিলসের।

লক্ষীর ভান্ডার এর টাকা আসবে কোথা থেকে, চিন্তায় আধিকারিকরা

অনেকটা আজহারের মতোই ডিফেন্ড করতে গিয়ে উইকেটরক্ষকের পেছনে ক্যাচ হয়েছেন ইমরান বাট (১)। যদিও বোলারের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। ওয়েস্ট ইন্ডিজ রিভিউ নেয় এবং রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে হালকা ছুঁয়ে গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১১ রান। বাবর আজম ৬ আর ফাওয়াদ আলম ৩ রানে অপরাজিত আছেন।

Pakistan-was-on-3-wickets-for-2-runs

Pakistan-was-on-3-wickets-for-2-runs

Pakistan-was-on-3-wickets-for-2-runs

Pakistan-was-on-3-wickets-for-2-runs

Pakistan-was-on-3-wickets-for-2-runs

Pakistan-was-on-3-wickets-for-2-runs

Pakistan-was-on-3-wickets-for-2-runs


Post a Comment

Previous Post Next Post