সোমনাথ দাস, বনগাঁ : উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তথা বনগাঁ পৌরসভার বর্তমান পৌর-প্রশাসক গোপাল শেঠ এর বাড়ির ঢিল ছোড়া দূরুত্বে বোমা ফেটে আহত হলেন এক ব্যক্তি।
ছটি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
জানা গিয়েছে, বনগাঁ থানার অন্তর্গত বনগাঁ পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শিমুলতলার বাসিন্দা কার্তিক ঘোষ নামে এক ব্যক্তি শিমুলতলার রাধাগোবিন্দ মন্দিরের সামনে দিয়ে ইছামতি নদীর দিকে যাচ্ছিলেন। তখন, স্থানীয় অন্য এক বাসিন্দা কানু ঘোষের বাড়ির পিছনের বাগানে একটি পলিথিনে জড়ানো হাড়ি পড়ে থাকতে দেখেন তিনি।এরপর ওই ব্যক্তি পলিথিন ধরে টান দিতেই তা ফেটে যায়।
মাদক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার দুই দুষ্কৃতী
হঠাৎই বিকট আওয়াজে এলাকার লোক ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তি। এরপর স্থানীয় মানুষ তাকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার চিকিৎসা চলছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, বোমার আঘাতে কার্তিকবাবুর বা'হাতের ৪টি আঙুল মারাত্তক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বা'পায়ের নখ উঠে গেছে। এছাড়াও তাঁর মুখ ও দুটি চোখ ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও ডাক্তারেরা জানিয়েছেন।
ঘটনাস্থলে বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।