এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য এই লিংকে ক্লিক করুন...
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রাপকের সংখ্যা ১ কোটি থেকে ২ কোটি ৬০ লক্ষ্য হতে চলেছে। যার ফলে প্রকল্পের খরচ বাড়তে চলেছে অনেকটা। প্রথমে পরিবারের একজন মহিলাকে বাজেটে ধরা হলেও এখন পরিবারের একাধিক মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার ফলে বাজেট বেড়ে হতে চলেছে ১৭ থেকে ১৮ কোটি।
কাগজ কুড়ানী বৃদ্ধার মুখে অনর্গল ইংরেজি শুনে বিস্মিত নেটিজেনরা! মুহূর্তে ভাইরাল ভিডিও...
যা নিয়ে চিন্তায় অর্থ দপ্তরের আধিকারিকরা।প্রথমে ঠিক ছিল পরিবারের প্রধান মহিলা যার নামে স্বাস্থ্য সাথীর কার্ড রয়েছে তিনি লক্ষী ভান্ডার এর আওতায় আসবেন কিন্তু পরে জানানো হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে ও পরিবারের অন্য মহিলারাও এই প্রকল্পের সুবিধা পাবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে,প্রশাসনিক বৈঠক এ বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের খরচ কমাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু কি খরচ কমিয়ে দিলেই টাকা আসবে তা নিয়েও প্রশ্ন উঠছে অনেক। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই রাজ্যের সকল মহিলারা স্বনির্ভর হয়ে ওঠার সপ্ন দেখছেন। তা কতটা সার্থক হবে তা নিয়ে চিন্তায় অর্থদপ্তর।