রিয়া গিরি: কাল রাত থেকেই নুসরাত জাহানের হাসপাতালে ভর্তিকে ঘিরে উঠেছিল জল্পনা। রাত ১০ টা ৪০ মিনিটে তাকে একটি সাদা গাড়িতে করে পার্ক স্টিটের একটি হাসপাতালে আসতে দেখা যায়। তার সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।নুসরাতের দাম্পত্য জীবনকে নিয়ে থাকা নানা জল্পনর মধ্যে দিয়ে জন্ম দিলেন এক পুত্রসন্তানের।
"প্রাণ হাতে দেশ ছাড়ছি" কান্নায় ফেটে পড়লেন আফগান সাংবাদিক
বৃহস্পতিবার দুপুরে নুসরাত জাহান পুত্র সন্তানের জন্ম দেয় আর তাতেই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানান মিমি চক্রবর্তী। শুটিংয়ের জন্য তিনি হাসপাতালে পৌঁছতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে অনেক অভিবাদন জানিয়েছেন প্রিয় বান্ধবী নুসরাতকে। তিনি টুইটারে লিখেছেন, অনেক অভিনন্দন নুসরত। তোকে যদি জড়িয়ে ধরে আদর করতে পারতাম! তবে ভার্চুয়ালি love and hugs পাঠিয়েছি আপাতত।প্রথম থেকেই নুসরাতের সন্তানের বাবাকে নিয়ে ধোঁয়াশা থাকলেও সবকিছু ভুলে নতুন মাতৃত্বের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সকলেই।
আবারও নক্ষত্রপতন : চলে গেলেন বাচিক শিল্পী গৌরী ঘোষ
বুধবার সকাল থেকেই নুসরাতকে নিয়ে অনেক আলোচনা চলছিল টলিপাড়ায়। সূত্রের খবর ছিল বৃহস্পতিবার তিনি সন্তান প্রসব করবেন।সি সেকশন এর মাধ্যমে সন্তানের জন্ম দেবেন তিনি।অন্যদিকে নুসরাতের স্বামী হিসেবে পরিচয় পাওয়া নিখিলের ইনস্টাগ্রম জুড়ে শুধু রয়েছে হতাশা। সম্প্রতি নিখিল তার জিমের পোশাক পরা অবস্থায় একটি ভিডিও আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তার ব্যাকগ্রাউন্ডে বাজছে সিংহলি গান 'মানিকে মাগে হিটে' যার বাংলা করলে দাঁড়ায় তুমি আমার হৃদয়ের মনি।