অম্লিতা দাস : শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এই কোন্দলের মধ্যমণি মালদহের চাঁচল-২ নং ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েত। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে আস্থা ভোটে গরহাজির সদস্যরা। প্রধান ও উপপ্রধান পদ বহাল থাকলেও অনুপস্থিত ঘিরে শুরু হয়েছে গোষ্ঠী কোন্দল।
আকাশ ছুঁলো হিজাব, বোরখা, পাগড়ির দাম; বিপাকে আফগানবাসীরা
প্রসঙ্গত, দলেরই কিছু সদস্য উল্লেখ্য পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিল। সোমবারেই ছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের আস্থা ভোট। কিন্তু তা সফলভাবে হতে পারেনি। সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রধান বা পঞ্চায়েতের বাকি সদস্যের গরহাজিরের কারণেই পূর্বের হল বহাল রইল সংশ্লিষ্ট পঞ্চায়েতে।
সেপ্টেম্বরেই কমতে চলেছে মদের দাম
২০১৮সালের ভোটের সময় ১৮টি আসনেই জয়ী হয় তৃণমূল প্রতীকে। তৎকালীন পঞ্চায়েত প্রধান হন মাসতারা বিবি আর উপপ্রধানের আসন নেন ফিরদৌসী খাতুন। বছর ঘুরতেই একজন মারা যান। অভিযোগ বাকি সতেরোজন সদস্যের মধ্যে চারজনকে পঞ্চায়েত সংগঠন থেকে সরিয়ে রাখা হয়। পরবর্তীকালে ২১শের বিধানসভা নির্বাচনে বাকি চার সদস্য বিজেপিতে যোগ দেন। মাসতারা বিবির মন্তব্য অনুযায়ী তারাই এই অনাস্থা এনেছে।
আফগানিস্তান থেকে বনগাঁর বাড়িতে ফিরলেন ৩ জন যুবক
সোমবারের আস্থা ভোটের মধ্যে দিয়েই শুরু হল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। প্রকাশ্যে এল এই ঘটনা। তৃণমূলের চার সদস্যর অভিযোগ মিটিং হয়নি ব্লক শুধুই এক অনাস্থা দিয়ে চিঠি পাঠায়। চার সদস্যেরই দাবি তারা অন্য দলে যুক্ত হননি। তারা তৃণমূলেই আছেন। বরং পঞ্চায়েত তাদেরকে আলাদা করে রেখেছেন। পঞ্চায়েতেরই এক সদস্যের স্বামী আহাদ শেখ বলেন, প্রধান নিয়ম মানেননি বরং দূরে সরিয়ে রেখেছেন আমাদের। এই ঘটনা আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি।
নবান্নের বড় ঘোষণা : বাড়বে না চাকরির মেয়াদ, সুযোগ পাবে নয়ামুখ
উক্ত বক্তব্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সভাপতি হাবিবুর রহমান জানান, কিছু বিরোধীরাই পঞ্চায়েতে ঝামেলার উদ্দেশ্যে এই অনাস্থা এনেছেন। বিনা বাধায় এই জয়লাভের জন্যই হয়ত এই সিদ্ধান্ত। তবে সেই পদেই আবারও বহাল রইল প্রধান,উপপ্রধান। তাই উৎসবে মেতেছেন তৃণমূল কর্মীরা।