ডাটা এন্ট্রি অপারেটরদের নয়া সুযোগ! রাজ্য সরকার তরফের বিজ্ঞপ্তি জারি

 

New-opportunities-for-data-entry-operators-Statement-issued-by-the-state-government

ঈশিতা সাহা: ডেটা এন্ট্রি অপারেটর দের সামনে নতুন সুযোগ। পদ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের মিড ডে মিল প্রকল্পের অধীনে, পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ডেভলপমেন্ট ব্লকে করা হবে এইপদ নিয়োগ। তবে অনলাইনে এই পদে আবেদন করা যাবেনা, করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে। জেনে নিন আবেদনের সময়সীমা ও শিক্ষাগত যোগ্যতা- 

বিয়ের দাবিতে সিভিক পুলিশের বাড়ির সামনে ধর্নায় মহিলা সিভিক

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেকোন বিষয়ে স্নাতক পাশ। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ ও তার সার্টিফিকেট থাকা আবশ্যক। জেনারেল বিভাগ থেকে যারা আবেদন করবেন তাদের বয়স সীমা ১৮-৪০ বছর নির্ধারিত। অন্যান্য বিভাগে সর্বোচ্চ বয়স অবদি ছাড়।

ইচ্ছুককারীরা প্রথমে  https://purbabardhaman.nic.in/ এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নেবে। তারপর ফর্ম ফিলাপ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নথিপত্র সঙ্গে নিয়ে নির্দেশিত ঠিকানায় জমা করবেন।

আবেদনপত্র জমা করবার ঠিকানা : Office of the Block Development Officer, Purbasthali-I Development Block, Srirampur, Purba Bardhaman, Pin-741316

প্যারেড NCC ক্যাডেটদের মুখে "বচপন কা প্যায়ার, পিছে মুর ১.২.৩.৪!" মুহূর্তে ভিডিও ভাইরাল...

এরপর পদ নিয়োগ করা হবে তিনটি পর্বের মাধ্যমে। যথা লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা এবং ইন্টারভিউ। বিজ্ঞপ্তিতে প্রতিমাসে ১১,০০০ টাকা বেতনের কথা উল্লেখ আছে। ইচ্ছুকরা অবশ্যই ওয়েব সাইটটি ভিজিট করে আবেদন জানাতে পারেন।

New-opportunities-for-data-entry-operators-Statement-issued-by-the-state-government

New-opportunities-for-data-entry-operators-Statement-issued-by-the-state-government

New-opportunities-for-data-entry-operators-Statement-issued-by-the-state-government

New-opportunities-for-data-entry-operators-Statement-issued-by-the-state-government

New-opportunities-for-data-entry-operators-Statement-issued-by-the-state-government

New-opportunities-for-data-entry-operators-Statement-issued-by-the-state-government


Post a Comment

Previous Post Next Post