ঈশিতা সাহা: ইংরেজি বলতে পারেন অনর্গল। কিন্তু পেশায় কি! শুধুমাত্র একভবঘুরে কাগজ কুড়ানী। পূর্ব পরিচয় শুনলে আরো চক্ষুসড়ক অবস্থা। মুহুর্তের মধ্যে বেঙ্গালুরু এই কাগজ কুড়ানী বৃদ্ধার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিধ্বস্ত ও জীর্ণ চেহারার পিছনে বৃদ্ধার পরিচয় দেখে হতবাক নেটিজেনরা।
প্লাস্টিক হয়ে উঠেছিল সভ্যতার আশীর্বাদ- আজ তা সভ্যতার অভিশাপ
শচীনা হেগার নামে একজন মহিলা ইনস্টাগ্রামে এদিন পরপর দুটি ভিডিও প্রকাশ করেন। আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিও দুটি। কি আছে ওই ভিডিওতে! সামান্য ভবঘুরের সঙ্গে কথোপকথন? অবশ্যই না, ভিডিও দেখে এ পেশায় যুক্ত মানুষদের সম্পর্কে চিন্তা ধারা পাল্টে যাওয়ার এক গল্প। ভিডিওতে দেখা যাচ্ছে বৃদ্ধা সঙ্গে ওই মহিলার কথোপকথন। তার সমস্ত প্রশ্নের উত্তরই ওই কাগজ কুড়ানী বৃদ্ধা ইংরেজিতে গরগর করে বলছেন।
তালিবানের হাতে সাংবাদিকের পরিবারের সদস্য খুন, বিপদের সম্মুখীন আফগান সাংবাদিকরা
নিজের নাম জানিয়েছেন সেসিলা মার্গারেট লরেন্স। অতীতের পরিচয়ের পাশাপাশি ঈশ্বরস্তুতিও শোনা যায় ইংরেজিতে। কি করে দিনরাত একা কাটাচ্ছেন? এ প্রশ্নের উত্তরে মার্গারেট নিজের কাছ থেকে মাদার মেরির একটি ছবি বার করে বলেন, "আপনি আমাকে একা বলছেন?" জীবনের দীর্ঘ ৭ বছর একাই কাটিয়েছেন জাপানে বলে জানান তিনি। স্বাভাবিকভাবেই একজন ভবঘুরের কাছ থেকে এই পরিচয় শুনে হতবাক হয়েছেন সচিনা হেগার নিজেও।