সার্বভৌম সমাচার, বনগাঁ : প্রতিবেশীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল অপর প্রতিবেশির উপরে। মৃতের নাম নীলকমল সরদার (৫৪)। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রনী গ্রাম পঞ্চায়েত এলাকার পুস্তিঘাটা গ্রামে ঘটেছে।
বাড়বে না চাকরির মেয়াদ, সুযোগ পাবে নয়ামুখ
স্থানীয় সুত্র জানা গেছে, রবিবার বিকেলে ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন নীলকমল বাবু। সেই সময় প্রতিবেশী সুভাষ সর্দার অতর্কিতে হাসুয়া দিয়ে নীলকমল সরদারের গলায় কোপ মারে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে তিনি। খবর শুনে ছুটে যায় নীলকমল সরদারের ছোট ছেলে সম্রাট সরদার। বাবাকে নিয়ে নিকটবর্তী দত্তফুলিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ক্ষুব্দ গ্রামবাসীরা আগুন দিয়ে দেয় অভিযুক্ত সহ দাদা ভাই ও বোনের বাড়িতে। রাতেই অভিযুক্ত সুভাষ সর্দারকে গ্রেফতার করেন বাগদা থানার পুলিশ। মৃত নীলকমল সর্দারের পরিবারের পক্ষ থেকে বলেন, "সুভাষ সর্দার কেন এই ঘটনা ঘটালো আমরা জানিনা। তাঁর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। অভিযুক্ত সহ পরিবারের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে গ্রামের বাসিন্দারা। এছারাও সোমবার সকালে এলাকায় উত্তেজনার জেড়ে বসানো হয়েছে পুলিশ পাহারা।