অম্লিতা দাস : আবারও এক নক্ষত্রপতন। শিল্পীমহলে শোকের ছায়া।বৃহস্পতিবার সকালেই মারা গেলেন আবৃত্তি জগতের উল্লেখযোগ্য নাম গৌরী ঘোষ। শোকস্তব্ধ আবৃত্তি মহল। তাঁর এই প্রয়াণে পার্থ ঘোষ ও তাঁর বিখ্যাত জুটি ভেঙে গেল।
ডাটা এন্ট্রি অপারেটরদের নয়া সুযোগ! রাজ্য সরকার তরফের বিজ্ঞপ্তি জারি
বেশ কিছুদিন আগেই স্ট্রোক হয়েছিল তাঁর। কিছুদিন ভর্তি ছিলেন আরএন টেগোর হাসপাতালে। অসুস্থতায় চলেছিল ভেন্টিলেশন সাপোর্ট।আবৃত্তি জগতে ব্রততী বন্দ্যোপাধ্যায়ও তাঁর দুঃখের কথা জানিয়েছেন, বলেছেন গৌরী ঘোষের সাথে তাঁর ফোনালাপের স্মৃতি। অতিমারীর সময়ও বিভিন্নভাবে সতর্ক করতে তিনি। এইভাবে হঠাৎ চলে যাবেন তা আশা করা যায়না বলেই জানান ব্রততী বন্দ্যোপাধ্যায়। একইসাথে সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্রও শোক বার্তা জানিয়েছেন।
বাস্তব জীবনের জুটি পার্থ ঘোষ ও গৌরী ঘোষ রেডিও উপস্থাপক রূপেই পথ চলা শুরু করেছিলেন। উপস্থাপনা করেছেন একাধিক অনুষ্ঠান। আকাশবাণীতেও কাজ করেছেন বহুদিন। তাঁদের একসাথে আবৃত্তির বহু স্মৃতি রয়েছে শ্রোতাদের কাছেও। শিল্পীর শেষকৃত্য এখনও হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।