ঈশিতা সাহা : যুদ্ধ করতে হয়নি তালিবানদের কাবুল পেতে। দুমড়েমুচড়ে আফগানিস্থান এখন সম্পূর্ণই তালিবানে ঘেরা। রাস্তাঘাট থেকে শুরু করে প্রেসিডেন্ট ভবন- সর্বত্রই বন্দুক হাতে তাদের টহলদারি। এদিকে অনেকেই কার্যসুত্রে আশ্রয় নিয়েছে কাবুলে। সূত্রে খবর, দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের ২০০-এর বেশি বাসিন্দা বর্তমানে আফগানিস্থানে আটকে রয়েছেন। ফলে সংশ্লিষ্ট পরিবারের উৎকণ্ঠা বেড়ে যাওয়াই স্বাভাবিক।
কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বিজেপি’র যুবনেতা
ভারতীয় আত্মীয়দের কাবুল থেকে ফিরিয়ে আনার তাগিদে নবান্ন থেকে সতর্ক করা হয়েছে জেলাশাসকদের। মঙ্গলবার জানা যায়, নাগেরবাজার এর এক বাঙালি যুবকের আফগান স্ত্রী আটকে রয়েছেন কাবুলে।
সূত্রে খবর, জেলা থেকে কেউ আফগানিস্থানে আটকে পড়লে সেই তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করার তথ্য সরকারকে দিতে হবে বলে জেলাশাসককে নির্দেশ দিয়েছে নবান্ন।
'তালিবান' সমর্থনে ফেসবুকে পোষ্টে নিষেধাজ্ঞা!
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক পরিবার চিন্তিত। দার্জিলিংয়ের অবসরপ্রাপ্ত বাসিন্দা দীপক সম্ভাঙ্গ কাবুলে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তালিবান শাসনে এখন তারা আশ্রয় নিয়েছে একটি ক্যাম্পে। পরিবারের সঙ্গে যোগাযোগের তিনি বলেন, আমরা একটি ক্যাম্পে আটকে রয়েছি। ক্যাম্পের বাইরে তালিবানরা দিনরাত ঘোরাফেরা করছে। আমাদের বাইরে যেতে বারণ করেছে।
এদিকে নাজার খান ও নুরজাহান বিবির একমাত্র মেয়ে মারইয়ামের বিয়ে হয়েছে আফগানিস্থানে। এনারা জলপাইগুড়ির মাল বাজারের বাসিন্দা। মেয়ে জামাই এই চিন্তায় রাতের ঘুম উড়েছে তাদের।
ভারতকে সঙ্গীদল করতে চায় তালিবান
তবে আফগান দেশ থেকে ভারতীয় নাগরিকদের নিজের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি নতুন ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তা কৌশল তৈরি নিয়ে রাজনৈতিক মহলে সক্রিয়তা চরমে। ভারত সরকার আটকে যাওয়া নাগরিকদের দেশে ফেরানোর সবরকম চেষ্টা চালাচ্ছে বলে দার্জিলিং সংসদের দাবি।