পিএসজি-র হয়ে অবশেষে অভিষেক মেসির

Messi-finally-made-his-debut-for-PSG

শ্রমণ দে : অবশেষে পিএসজি-র জার্সি গায়ে খেলতে নামলেন লিয়োনেল মেসি। রবিবার রাতে রেইমসের বিরুদ্ধে লিগ ওয়ানের ম্যাচে খেলতে নামলেন আর্জেন্টিনার মহা তারকা। কিছুদিন আগেই পিএসজি কোচ মাউরিসিয়ো পোচেতিনো জানিয়ে দিয়েছিলেন রবিবারের ম্যাচে দলে থাকবেন মেসি। আর সেটাই সত্যি হল। শুরু থেকে না হলেও ম্যাচের ৬৬ মিনিটে নেমারের পরিবর্ত হিসেবে নামেন তিনি। মেসি নিজেও এই দিনের অপেক্ষাতেই ছিলেন। জানিয়েছিলেন পিএসজি-র জার্সিতে নামতে উদগ্রীব তিনি।

প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ

বারসেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সঁ জঁ-তে এসেছেন মেসি। আপাতত দু’বছরের জন্য নেমার-এমবাপেদের ক্লাবে খেলবেন তিনি। তবে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে। ২০২৪ সাল পর্যন্ত ৩০ নম্বর জার্সিতে খেলতে দেখা যেতে পারে তাঁকে।

সাকিবের সর্বকালের সেরা ওয়ানডে একাদশের অধিনায়ক ধোনি

রবিবার প্রথম ম্যাচে খেলতে নামলেও এর আগে দলের খেলা গ্যালারি থেকে উপভোগ করেছেন মেসি। গ্যালারিতে বসে সতীর্থদের জয় উপভোগ করেছিলেন । আর এবার মাঠে নেমে পড়লেন।

Post a Comment

Previous Post Next Post