লক্ষাধিক জাল নোট পাচারে আটক সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র

Meritorious-seventh-grade-students-arrested-for-smuggling-millions-of-counterfeit-notes

ঈশিতা সাহা, মালদহ : বাংলাদেশ ও ভারত মুদ্রায় লক্ষ লক্ষ টাকা জাল নোট পাচারে সপ্তম শ্রেণীর ছাত্র ধৃত আব্দুল সালামকে আটক করে পুলিশ। সোমবার মালদহের কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তে সংলগ্ন গোপালগঞ্জ এলাকায় ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত  সালামকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। জানা যায়, ১৩ বছর বয়সেই ওই ছাত্র যেহেতু স্কুলে পড়াশোনা করত ফলে সীমান্ত এলাকা থেকে জাল নোট বহনকারী কাজে তাকে যুক্ত করা হয়। এতে কারো সন্দেহ হত না। এদিন পুলিশ গোপন সূত্রে জানতে পারে, এক কিশোর সীমান্ত এলাকা থেকে জাল নোট বহন করেছে। আগে থেকেই সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপরই সীমান্ত এলাকায় একটি চৌরাস্তা থেকে জাল নোটসহ ধৃত সালামকে গ্রেফতার করে।

নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা, মৃত ৩

পুলিশ সূত্রে খবর, গোপালগঞ্জ সাধারিটোলা এলাকার বাসিন্দা আব্দুল সালাম সেই এলাকারই  একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। সালামের বাবার কয়েক বছর আগে মৃত্যু হয়। বর্তমানে পরিবারের তার মা ও এক ভাই এক বোন আছে। পুলিশ জানিয়েছে, ক্লাসে প্রথম স্থান অধিকারী ছাত্র সালাম। এদিন সালামের ব্যাগ থেকে পুলিশ ৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। তাতে ৫০০ টাকার ৪০০টি নোট ও ২০০০ টাকার ১২০ টি জাল নোট মেলে।

দেখুন ভাইরাল ভিডিও : ক্যাব ড্রাইভারকে মারধর করার অপরাধে লক্ষনউ এর এক মহিলার বিরুদ্ধে এফআইআর করল পুলিশ

পুলিশ সূত্রে জানা যায়, কেউ যাতে সন্দেহ করতে না পারে সেজন্য পাচারকারীরা এখন স্কুলছাত্রদের বহনকারী হিসাবে ব্যবহার করছে। পুলিশের জেলায় কয়েকজন পাণ্ডাদের নামও উঠে আসে। ঘটনাটি বিস্তারে মালদহের পুলিশ সুপার আলোক রাজোরিয়া বলেন, জাল নোট ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালু আছে। শীঘ্রই চক্রান্তকারীদের ধরা হবে।

Post a Comment

Previous Post Next Post