‘বিধায়ক কিচেন’ শুরু করল রানী লক্ষ্মিবাঈ মহিলা সমিতি

MLA-Kitchen-was-started-by-Rani-Lakshmibai-Mahila-Samiti

চঞ্চল পাল, কামারহাটি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কামারহাটি অঞ্চলে গত ৩০ তারিখ থেকে রোজ ২০০০ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে চলেছে রানী লক্ষ্মিবাঈ মহিলা সমিতি নামক এক সেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার সেই অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার মুখ্য প্রসাশক মন্ডলির প্রধান গোপাল সাহা।

পাট চাষিদের মুখে হাসি ফোটাবে ‘আতমা প্রকল্প’

এদিন রানী লক্ষ্মীবাঈ মহিলা সমিতি সেচ্ছাসেবী সংস্থার কর্নধার নির্মলা রাই বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় দরিদ্র মানুষের জন্য তার সংস্থা এই খাদ্য বিতরন শুরু হয়েছে, রোজ প্রায় ২০০০ মানুষের মধ্যে তা বিতরণ করা হচ্ছে’।

করোনার তোয়াক্কা না করেই ব্যাংকের সামনে উপচে পড়া ভিড়

তিনি আরও বলেন, রানী লক্ষ্মিবাঈ মহিলা সমিতি নিয়মিত এলাকার মানুষের সেবায় নানান ধরনের সামাজিক অনুষ্ঠান করবে। ইতিমধ্যেই এই সংস্থাটি বিভিন্ন জনহিতকর কাজ করে স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে।

MLA-Kitchen-was-started-by-Rani-Lakshmibai-Mahila-Samiti

MLA-Kitchen-was-started-by-Rani-Lakshmibai-Mahila-Samiti

MLA-Kitchen-was-started-by-Rani-Lakshmibai-Mahila-Samiti


Post a Comment

Previous Post Next Post