ঈশিতা সাহা, আলিপুরদুয়ার : দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও মিলছে না করোনার টিকা। গত শুক্রবার উত্তর দিনাজপুর জেলার একাধিক এলাকায় টীকা না পাওয়ায় বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন। ফের সোমবার আলিপুরদুয়ার-১ ব্লকের পাঁচকেলগুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রথম ডোজের টিকা না পাওয়ায় সেন্টারের সামনেই বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা।
লক্ষাধিক জাল নোট পাচারে আটক সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র
পাঁচকেলগুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টিকার জন্য প্রায় প্রতিদিনই বাসিন্দাদের লম্বা লাইনে দাঁড়াতে হয়। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় অনেক কেই বারবার ফিরে যেতে হচ্ছিল। টিকার খোঁজে অনেকে জলদাপাড়া, শালকুমার থেকেও
আসছেন।বাসিন্দাদের অভিযোগ, টিকার প্রথম ডোজের খোঁজে বারবার ঘুরে যাচ্ছি। ফলে ক্ষুব্ধ হয়ে আলিপুরদুয়ার-ফালাকাটা আগামী জাতীয় সড়ক অবরোধ করেন তারা। যেখানে দেশে তৃতীয় ঢেউ ছুঁই,ছুঁই অবস্থা সেখানে প্রথম ডোজের টীকাই পেতে ব্যর্থ হচ্ছেন এলাকাবাসী। এদিকে ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: ভাস্কর সেন বলেন,"স্বাস্থ্য কেন্দ্রে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে শুধু অন্তঃসত্ত্বাদের এবং ১২ বছরের কম বয়সী বাচ্চাদের মায়েদের।" পরে অবশ্য সোনাপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। বিক্ষোভকারীর মধ্যে একজন জানান, আমরা কবে থেকে টীকা পাব সেটা পরিষ্কার জানালেই হয়। তাহলে এভাবে বারবার এসে হয়রানি হতে হয় না। ডজের বিষয়ে সেন্টারে জানতে চাইলে বলা হচ্ছে, জেলাশাসক এর কাছ থেকে অনুমতি আনতে হবে। সাধারন মানুষ কিভাবে সেই অনুমতি পাবে সেই প্রশ্নই এলাকাবাসীর।