পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরত, শুভেচ্ছা জানালেন সকলেই
কেকেআর তাদের সবথেকে দামি বিদেশি ক্রিকেটারের বদলে দলে নিল নিউজিল্যান্ডের টিম সাউদিকে। অজি পেসারের বদলে আইপিএলের বাকি ম্যাচগুলিতে নাইট রাইডার্স শিবিরে দেখা যাবে কিউয়ি পেসারকে।
টিম সাউদিকে সই করানোর বিষয়টি নাইট রাইডার্সের এক সূত্র নিশ্চিত করেছে Cricbuzz-কে। টানা ছ'বছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগে অংশ নেওয়ার পর ২০২০ সালের আইপিএল নিলামে অবিক্রিত থাকেন সাউদি। শেষবার ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলে মাঠে নামেন কিউয়ি তারকা। সব মিলিয়ে আইপিএলের ৪০টি ম্যাচে মাঠে নেমে ২৮টি উইকেট নিয়েছেন সাউদি।
পৃথিবীর প্রথম হাসপাতাল ট্রেনের সূচনা হল বাংলাতে
আরসিবি ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়র লিগে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সাউদি। সেদিক থেকে কলকাতা নাইট রাইডার্স তাঁর চতুর্থ আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিম। যদিও ঠিক কত টাকায় সাউদিকে সই করিয়েছে নাইট রাইডার্স, তা এখনও জানা যায়নি। পরে আইপিএলের তরফেও বিজ্ঞপ্তি জারি করে সাউদির ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ঢুকে পড়ার কথা সরকারিভাবে জানানো হয়।