দুই মেদিনীপুর শহর সহ ঝাড়গ্রামে পালিত হলো কন্যাশ্রী দিবস

Kanyashree-Day-was-celebrated-in-Jhargram-including-two-Midnapore-cities

রিয়া গিরি : শনিবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় কন্যাশ্রী দিবস পালিত হল। এইদিন কন্যাশ্রীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি পুরস্কৃত করা হলো সাহসী কন্যাদের। বিশ্ব দরবারে বন্দিত 'কন্যাশ্রী প্রকল্প' বাংলার লক্ষাধিক কন্যাকে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করেছে বলে মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।তাই শনিবার দশম কন্যাশ্রী দিবস প্রকল্পকে ঘিরে নিজের অনুভূতির টুইট বার্তা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলাশাসকের উদ্যোগে পালিত হল কন্যাশ্রী দিবস

রাজ্য সরকারি স্তরে কন্যাশ্রী দিবস এর মূল অনুষ্ঠানটি হয়েছে রবীন্দ্র সদনে। পশ্চিম মেদিনীপুর জেলার মূল অনুষ্ঠানটি হয় মেদিনীপুর কালেক্টর মিটিং হলে। অনুষ্ঠানে মন্ত্রী মানস ভুঁইয়া, জেলাশাসক রেশমি কমল প্রমুখ উপস্থিত ছিলেন। এইদিন কন্যাশ্রী দিবসে রক্তদান শিবির আয়োজন করা হয়। এছাড়াও ঘাটাল পৌরসভা এলাকায় যে সমস্ত ছাত্রীরা বন্যায় বই নষ্ট হয়ে গিয়েছে তাদের হাতে বই তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ায় মেয়েদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি হয়েছে। তার সাথে বাল্যবিবাহ কমছে। শিক্ষায় মহিলারা পুরুষদের চেয়ে এগিয়েছে ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ছাত্রসংখ্যার চেয়ে ছাত্রীর সংখ্যা বেড়েছে। যার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার জানাই।

দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করেন? জেনে নিন কি বিপদ নেমে আসতে পারে আপনার জীবনে

শনিবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস পালিত হল। এদিন জেলাশাসকের দপ্তরে সভাকক্ষে দিনটি উদযাপন করা হয়। জেলার কৃতি কন্যাশ্রীদের সংবর্ধনা দেওয়া হয়। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন , কোভিড পরিস্থিতিতে জেলার কন্যাশ্রীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এর জন্য আমরা সবাই গর্বিত। শুধু রাজ্যের মুখ উজ্জ্বল করছে তা নয়, বিশ্বশ্রীতে পরিণত হয়েছে। ঝাড়গ্রাম জেলাতেও পালিত হল কন্যাশ্রী দিবস। শনিবার সিধু কানহু হলে কন্যাশ্রী দিবস পালন করা হলো।

Kanyashree-Day-was-celebrated-in-Jhargram-including-two-Midnapore-cities

Kanyashree-Day-was-celebrated-in-Jhargram-including-two-Midnapore-cities

Kanyashree-Day-was-celebrated-in-Jhargram-including-two-Midnapore-cities

Kanyashree-Day-was-celebrated-in-Jhargram-including-two-Midnapore-cities

Kanyashree-Day-was-celebrated-in-Jhargram-including-two-Midnapore-cities

Kanyashree-Day-was-celebrated-in-Jhargram-including-two-Midnapore-cities


Post a Comment

Previous Post Next Post