সার্বভৌম সমাচার : বারাসাত জেলাশাসকের উদ্যোগে পালিত হল কন্যাশ্রী দিবস। জেলাশাসক সুমিত গুপ্তা নিজে উপস্থিত থেকে শনিবার সকালে শ্রী ট্যাবলো গাড়িতে বারাসাত শহরে ঘোরায়। এদিন কন্যাশ্রী দিবসের পতাকা উত্তলনের মাধ্যমে শুভ সুচনা করেন।
প্রতিষেধকের দুটি ডোজ নেওয়ার দিন নির্ধারণ
১৪ আগস্ট অর্থাৎ শনিবার কলকাতা রবীন্দ্র সদনে কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য কয়েকটি জেলাকে সংবর্ধিত করা হবে। তারই একটি- উত্তর ২৪ পরগণা জেলা, অন্য তিনটি জেলা- আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পং। সঙ্গে সংবর্ধিত হচ্ছে শিলিগুড়ি সহ মোট ৫টি জেলা।২০২০- ২০২১ সালে ২ লক্ষ ৯২০০০ জন কন্যাশ্রী পেয়েছে।এখনো পর্যন্ত উওর ২৪ পরগনা জেলায় মোট কন্যাশ্রী পাওয়া সংখ্যা সাড়ে সাত লক্ষ।