পি.ভি সিন্ধুর হাত ধরে ব্রোঞ্জ জয় ভারতের

India-won-bronze-by-P-V-Sindhu

অম্লিতা দাস : চিনের হি বিংজিয়ায়োকে হারিয়ে ভারতে ব্রোঞ্জ নিয়ে এলেন পি ভি সিন্ধু। শনিবার সোনার পদকের স্বপ্নভঙ্গ হলেও রবিবার ব্যাডমিন্টনে তৃতীয় স্থান দখল করেন সিন্ধু। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার হার, ভারতের তরুণ ব্রিগেডকে তীব্র আক্রমণ ঠোঁটকাটা সেহওয়াগের

খেলার ফল হল ২১-১৩, ২১-১৫। রবিবার লম্বা র‍্যালিতে তিনি সর্বেসর্বা। প্রথম গেমে পয়েন্ট সংগ্রহ করলেও দ্বিতীয় গেমে কিছুটা কঠিন হয়ে ওঠে বিংজিয়ায়ো। তবে সিন্ধু নিজের উচ্চতাকে হাতিয়ার করে প্রতিপক্ষকে বেশ কিছু দৌড় করিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত জয়ের মুকুট পড়েন।


রিয়োর অলিম্পিকসে রূপো জয়ের পর সোনার পদক জয়ের আশায় ছিলেন তিনি। তবে শনিবার সেই স্বপ্ন সফল হয়না। শনিবারে জু-ইংয়ের কাছে হেরে যান তারকা। সোনার পদকের স্বপ্ন ভাঙলেও ব্রোঞ্জ এনে দেন দেশকে। এবারের অলিম্পিকসে ভারতের তিনটি পদক নিশ্চিত। মীরাবাই চানু, পিভি সিন্ধু ও লভলিনা বড়গোহাঁইয়ের পর ভারত আর কোনো পদকের মুখ দেখে কিনা সেই আশায় আছেন দেশবাসী।

India-won-bronze-by-P-V-Sindhu


India-won-bronze-by-P-V-Sindhu


Post a Comment

Previous Post Next Post